নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফিরোজ রানা সাদা পোশাকে মাদক উদ্ধারে গিয়ে ডাকাত সন্দেহে জনতার হাতে আটক হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করেছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এএসআই ফিরোজ রানা ৩ জন সোর্স নিয়ে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হোসেনডাঙ্গা রেলগেট এলাকায় মাদক উদ্ধারের উদ্দেশ্যে যান। সেখানে তারা অন্ধকারে একটি মোটরসাইকেল থামাতে চেষ্টা করেন, কিন্তু মোটরসাইকেল আরোহিরা পালিয়ে যান এবং গ্রামবাসীকে জানিয়ে দেন যে, ডাকাত বা ছিনতাইকারীরা রেলগেটে অবস্থান করছে। এতে উত্তেজিত জনতা এগিয়ে এসে তাদের চ্যালেঞ্জ করলে তিন সোর্স পালিয়ে যায়, কিন্তু ফিরোজ রানা আটক হন।
প্রথমে স্থানীয়রা তার পরিচয় না জানলে তাকে আটক করে সদর থানায় খবর দেয়। প্রায় ঘণ্টাখানেক আটক থাকার পর সদর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, “এএসআই ফিরোজ রানা নিজ অধিক্ষেত্রের বাইরে ও উর্ধ্বতণ কর্মকর্তার অনুমতি ছাড়াই মাদক উদ্ধারে গিয়েছিলেন, যা শৃঙ্খলা পরিপন্থী।”
প্রাথমিক তদন্ত শেষে ফিরোজ রানা পুলিশ লাইনে ক্লোজড হয়েছেন এবং তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় ইউপি চেয়ারম্যান লূৎফল হাসান ও গ্রাম পুলিশ মোশারফ হোসেন জানান, এলাকার মানুষ বিভিন্ন অপরাধ, যেমন গরু চুরির কারণে আতঙ্কিত ছিল। তারা সন্দেহবশত ওই পুলিশ সদস্যকে আটক করে এবং পরে তাকে থানার ওসির জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
Leave a Reply