পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি :
সরাসরি বুড়িমারী-ঢাকা রুটে বুড়িমারী ও লালমনি এক্সপ্রেস নামে আন্তঃনগর ট্রেন দুটি চালুর দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭এপ্রিল) দুপুরে পাটগ্রাম স্টেশনের প¬øাটফর্মে “লালমনিরহাট জেলা রেলওয়ে যাত্রীকল্যাণ পরিষদ, পাটগ্রাম উপজেলা শাখা” এর ব্যানারে সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আতাউর রহমান,
পাটগ্রাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ শোয়াইব আহমেদ, সেক্রেটারী মনোয়ার হোসেন লিটন, পাটগ্রাম পৌর জামায়াতের আমীর সোহেল রানা,
উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মানব সম্পদ বিভাগের সভাপতি মাসুদ,
পাটগ্রাম উপজেলা শিবির সভাপতি আলমগীর খোরশেদ ,বাউরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেলওয়ে যাত্রীকল্যাণ পরিষদ পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি আনিসুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী লালমনিরহাট জেলার পাটগ্রাম, হাতীবান্ধা,কালীগঞ্জ ও আদিতমারী এই চার উপজেলার লাখ লাখ মানুষ রেল যোগাযোগের ক্ষেত্রে চরম অবহেলা ও বৈষম্যেও শিকার হয়ে আসছেন। জেলা সদর থেকে প্রায় ১০০ কিলোমিটার দুরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরটি বাংলাদেশ,ভারত, নেপাল ও ভুটান এ চারটি দেশের সংযোগস্থল। প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এবং দেশ-বিদেশের আমদানি ও রপ্তানিকারকবৃন্ধ এই স্থলবন্দর ব্যবহার করে দেশ বিদেশে যাওয়া-আসা করেন।
আনিসুল ইসলাম বলেন, ২০২৪ সালের মার্চ মাসে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু করে লালমনিরহাট-ঢাকা রুটে চলাচল শুরু করে। সেই ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়েছিল যে, তিন মাসের মধ্যে বুড়িমারী রেলস্টেশনের যাবতীয় অবকাঠামো নির্মাণ সম্পন্ন করে ট্রেনটি সরসরি বুড়িমারী থেকে ঢাকায় চলবে। কিন্তু সেই প্রতিশ্রæতি রক্ষা করেনি কর্তৃপক্ষ। এই চার উপজেলার জনগণ বৈষম্য,উপেক্ষা আর অবহেলার শিকার হচ্ছে বারংবার। পরবর্তীতে দাবি আদায়ের লক্ষে কয়েকদফা আন্দোলন এবং রেলপথ ও সড়কপথ অবরোধ হয়। অবরোধের পরিপেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ একাধিকবার প্রতিশ্রতি দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।
তিনি আরও বলেন, বুড়িমারী ও লালমনি এক্সপ্রেস নামে আন্তঃনগর ট্রেন দুটি বুড়িমারী থেকে সরাসরি ঢাকা চলাচলের দাবিতে“ বুড়িমারী-ঢাকা আন্তঃনগর রেল বাস্তবায়ন আন্দোলন পরিষদ” এর একটি প্রতিনিধি দল হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়াম্যান আলহাজ¦ আনোয়ারুল ইসলাম রাজুর নের্তৃত্বে গত ২৪ এপ্রিল ২০২৫খি. বৃহস্পতিবার রেল সচিব বরাবর একটি স্মারকলিপি পেশ করেন এবং রেল উপদেষ্টা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলওয়ে পশ্চিমাঞ্চলের(রাজশাহী) মহাব্যবস্থাপক ও লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক বরাবর অনুলিপি প্রদান করেন। স্মারকলিপি দেওয়ার পর রেলওয়ের সর্বোচ্চ কর্মকর্তাগণ জানায় যে, রেলওয়ে বিভাবের সক্ষমতা অর্জিত হলে শ্রীঘ্রই সরাসরি বুড়িমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু হবে।,
তিনি আরও বলেন, বুড়িমারী থেকে ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর জন্য পাটগ্রাম -হাতীবান্ধাসহ সকল এলাকার চলমান আন্দোলনের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। এই আন্দোলনের কারণে যাতে কোন জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য সকল দাবি-দাওয়া অতি দ্রæত পূরণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি ও দ্রæত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
Leave a Reply