নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী বিএনপির নেতা অধ্যাপক এম এ মান্নান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ৮টি দল খেললেও ফাইনালের জন্য নির্ধারিত হয়েছে শক্তিশালী ২ টি দল। মহানগরের ২২ নং ওয়ার্ড রোভার পল্লী উচ্চ বিদ্যালয় ও ডিগ্রী কলেজ মাঠে ঐ খেলার আয়োজন করেন বাহাদুরপুর ক্রিড়ামোদী ব্যক্তিবর্গ।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে দ্বিতীয় সেমিফাইনালের সভাপতিত্ব করেন ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র,সদর মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ হাসান আজমল ভূইয়া। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী সরকার।
বিএনপি নেতা আব্দুল বাতেন সিকদার, কামাল খান ও বাদল হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ অর্থ বিষয়ক সম্পাদক, ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ ছবদের হাসান, সদর মেট্রো থানা বিএনপির সহ সভাপতি আব্দুররাজ্জাক, সদর মেট্রো বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহম্মেদ লিটন। ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমিনুল ইসলাম,
২০নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রাসেল রানা, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ২০ নং ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি বাবুল হোসেন,২২ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন বেপারী, সাবেক মহিলা কাউন্সিলর পারভিন আক্তার,কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদলের আহ্বায়ক সদস্য ও ১৯ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি পদপ্রার্থী ইব্রাহিম সরকার,
বিএনপি নেতা সুলতান সিকদার, যুবদল নেতা রাকিব খান, ছাত্রনেতা ওয়াসিম আপন মির্জাসহ কাউলতিয়া সাংগঠনিক থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply