পাটগ্রাম (লালমনিরহাট)প্রতিনিধি
লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে টানা ৪ দিন ধরে রেলপথ অবরোধ কর্মসূচী অব্যাহত রয়েছে। এতে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে চারটি ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।
গত ২১ এপ্রিল থেকে লাগাতার অবরোধ কর্মসূচী চলছে। অবরোধ কর্মসূচীর ব্যাপারে পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় পাটগ্রাম রেলওয়ে প্লাটফর্মে আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি চালুর ব্যাপারে রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচী দেওয়ার পাশাপাশি মহাসড়ক অবরোধের ঘোষণা দেন।
এতে সভাপতিত্ব করেন ওই সংগঠনের সভাপতি এটিজে সিদ্দিকী কাঁকন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ প্রধান, আমিনুল হক, শিক্ষক প্রতিনিধি ওয়ালিউর রহমান সোহেল, কলেজের অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু, সমাজকর্মী জাহাঙ্গীর কবির শামীম, পাটগ্রাম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি আব্দুল আকবার বিন আফসার প্রমুখ।
জানা গেছে, এর আগে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে বেশ কয়েকবার রেল ও সড়কপথ অবরোধ করে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি চালু করার দাবি করেন স্থানীয়রা। আন্দোলনের কারণে ঊর্ধ্বতন রেলওয়ে বিভাগের কর্তৃপক্ষ ও রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় হেডকোয়ার্টারের কর্তৃপক্ষ অন্তত ৫ বার দিন তারিখ উল্লেখ করে ঢাকাগামী এ আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু করার প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে রহস্যজনক কারণে বুড়িমারী থেকে ট্রেনটি চালু না করায় আবারও চলমান অবরোধের ডাক দেন স্থানীয়রা।
উল্লেখ্য গত ২০২৪ সালের ১২ মার্চ আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারী রেলস্টেশন থেকে একদিন মাত্র যাত্রা করে। এ ট্রেনটি চালু করতে একযুগে অন্তত ১০ বার প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ সালে চালু করা হয়। পরবর্তীতে লালমনিরহাট থেকে ঢাকা চলছে এ ট্রেনটি। এতে বুড়িমারী থেকে এই ট্রেনের যাত্রীদের একটি শ্যাটল ট্রেনের মাধ্যমে লালমনিরহাট গিয়ে এ আন্তনগর বুড়িমারী এক্সপ্রেসে উঠতে হয়। এতে সময় নষ্ট হয় ও যাত্রীদের হয়রানির মুখে পড়তে হয়।
সরাসরি বুড়িমারী থেকে এ ট্রেনটি না চলায় লালমনিরহাট জেলার চার উপজেলার জনসাধারণ আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
পাটগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার নুর আলম বলেন, টানা চারদিন ধরে অবরোধ চলায়। এ রুটে চারটি ট্রেনের চলাচল বন্ধ করা হয়েছে। আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী থেকে কবে চালু হবে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে।
Leave a Reply