1. admin@dainikvoreralobd.com : voreralobd :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাসরি বুড়িমারী-ঢাকা রুটে বুড়িমারী ও লালমনি এক্সপ্রেস নামে আন্তঃনগর ট্রেন দুটি চালুর দাবিতে সংবাদ সম্মেলন গাজীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে বড় ভাইয়ের হুমকিতে এলাকাছাড়া ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন গাজীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী লাঞ্ছিত পূবাইলে ঘুমের ওষুধ খাইয়ে শিশুকে বলাৎকার, ইমাম গ্রেফতার গাজীপুরে সাংবাদিক কে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন। হারানো বিজ্ঞপ্তি এম এ মান্নান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয় ক্ষমতায় আসলেই আঙ্গুল ফুলে কলাগাছ: টিটু সরকার বুড়িমারী থেকে সরাসরি আন্তনগর ট্রেন চালু না হওয়ায় ৪ দিন ধরে রেলপথ অবরোধ

কাপাসিয়ায় বনকর্মকর্তার প্রশ্রয়ে বনের গাছ ণ় নিধন,হুমকির মুখে পরিবেশ,ভ্রাম্যমাণ আদালতমমম ১৮০পিস গজারির বল্লী আটক করেন

  • প্রকাশিত : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৭৯ বার পাঠ করা হয়েছে

কাপাসিয়া( গাজীপুর) প্রতিনিধিঃ
গত রবিবার (৬ই এপ্রিল২০২৫ইং) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বাঘিয়া গ্রামের মানিকের মার টেক থেকে কাপাসিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ১৮০ পিস অবৈধ গজারির বল্লী জব্দ করা হয় ।

জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়া উপজেলার সরকারি বনের ভেতরে বন খেকুরা অবৈধ গঁজারীর বল্লী পাচারের প্রক্রিয়া চালাচ্ছে , এমন তথ্য পেয়ে ওই এলাকাবাসীর সহযোগিতায়’ বিষয়টি কাপাসিয়ার দায়িত্বরত ফরেস্ট ডিপার্টমেন্টের DFO এবং বিট অফিসার হাবিবকে বিকাল ৪.ঘটিকায় বিষয়টি তার মুঠোফোনে জানালেও এই দুই বন কর্মকর্তা ঘটনাস্থলে আসতেছি আসতেছি বলে প্রায় চার ঘণ্টা সময় অতিবাহিত করলেও তারা কোন ব্যবস্থা নিকে পারেনি । এছাড়াও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার গতকাল দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় আনুমানিক ২:৩০ ঘটিকায় এই অবৈধ গজারী গল্লির বিষয়ে জানতে পেলে তিনি তাৎক্ষণিক সাংবাদিকদের উপস্থিতিতে-ই উপজেলার দায়িত্বরত বন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।
উপজেলা নির্বাহী অফিসারের আদেশ বা নির্দেশের কোন কার্যকরী ভূমিকা নেননি দায়িত্বরত বন কর্মকর্তাগন।


পরে আনুমানিক বিকেল ৪.০০ঘটিকায় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তিরা সাংবাদিকদের মুঠোফোনে যোগাযোগ করে গজারি বল্লী পাচারের বিষয়ে বিস্তারিত জানায়, আরো জানায় যে বন বিভাগের কোন কর্মকর্তা ঘটনাস্থলে যায়নি। পরে এলাকাবাসী প্রায় ২ ঘন্টা পরে মুঠোফোনে স্থানীয় সাংবাদিকদের আবারো জানাযন বন কর্মকর্তা হাবিব ঘটনাস্থলে গিয়ে বন খেকুদের সাথে প্রকাশ্যে রফাদফা করেছেন।
তারা বলেন একপর্যায়ে রফাদফা শেষে বন কর্মকর্তা হাবিব ঘটনাস্থল ত্যাগ করেন।

এর কিছুক্ষণ পরেই বন খেকুরা উক্ত অবৈধ গজারী বল্লী অন্যত্র সরিয়ে নিচ্ছে দেখে এলাকাবাসীরা আবারে সাংবাদিকদের জানান।

পরে কাপাসিয়ার কর্মরত দুঃসাহসী দুই সাংবাদিক গভীর জঙ্গলে সরেজমিনে উপস্থিত হইলে বন খেকুরা ১৮০ পিস গজারির বল্লী রেখে পালিয়ে যায়। উপস্থিত সাংবাদিকরা ঘটনাস্থল থেকে বন কর্মকর্তা হাবিব কে ফোন দিলে বন কর্মকর্তা হাবিব বলেন আমি আশেপাশে আছি, ঘটনাস্থলে আসতে একটু দেরি হবে বলে কালক্ষেপণ করায়, সাংবাদিকরা কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড কে বিষয়টি জানালে কাপাসিয়া উপজেলা এসিল্যান্ড রাত ৯টার দিকে ভ্রাম্যমান আদালতের একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।

পরে উপজেলা প্রশাসন ও উপজেলা সহকারী ভূমি এর উদ্যোগে ভ্রাম্যমান টিম উপস্থিত ১৮০ পিস অবৈধ গজারির বল্লী জব্দ করেন ।

রাত বেশি হওয়াতে লোড আনলোড করার লেবার না পাওয়ায় স্থানীয় এলাকাবাসী ও কাপাসিয়া থানার ঐ এলাকার ডিউটিরত পুলিশ অফিসারের জিম্মায় ১৮০ পিস জব্দকৃত গজারির বল্লী ঘটনাস্থলে রেখে আসেন।

এখানে রহস্যজনক ব্যাপার হলো বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা বিট অফিসার হাবিব ও শ্রীপুর কাপাসিয়া দুই রেঞ্জের বন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত না থেকে পার্শ্ববর্তী একটি স্থানে বন খেকুদের সাথে মতবিনিময় ও রফাদফা করে পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে বসে সময় ক্ষেপণ করেন বলে স্থানীয়রা জানায় ।

বন কর্মকর্তাদের কালক্ষেপণের সময় সীমার
মধ্যেই, দুই বন কর্মকর্তাদের ম্যানেজ করে বন খেকুরা প্রায় ১২০ পিস গজারির বল্লী অন্যত্র সরিয়ে নিয়ে যায় ।

বন কর্মকর্তাদের এহেন আচরণে গাজীপুর
কাপাসিয়া এলাকাবাসী ক্ষিপ্ত। স্থানীয়রা জানায় এই বনখেকু টিমের সদস্য গজারি কাশেম ও গজারি শাজাহান গং দের বিরুদ্ধে একাদিক বনের মামলা রয়েছে, এরা দীর্ঘ দিন ধরে বন নিধন করে আসছে। বন কর্মকর্তাদের বিকাল ৪ টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় চার ঘন্টা সময় অতিবাহিত করার পিছনে কি রহস্য রয়েছে তা জানতে চায় সাধারণ মানুষ।

তাহলে কি এলাকাবাসীর অভিযোগ-ই সত্য? যে স্থানীয় বন কর্মকর্তারা মোটা অংকের টাকার বিনিময়ে বনখেকুদেরকে সরকারি বেসরকারি বনাঞ্চল অবৈধ উপায়ে নিধন করার সুযোগ দিচ্ছে?

এবিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা ভূমি সরকারী অফিসার বলেন ১৮০ টি গজারির বল্লী জব্দ করে বন কর্মকর্তাদের মাধ্যমে স্থানীয়দের লিখিত জিম্মায় রাখে আছে,বন কর্মকর্তারা নিজ দায়িত্বে মামলা করে জব্দকৃত গজারি বল্লী গুলি তাদের অফিসে নিয়ে যাবেন।

বন কর্মকর্তা হাবিব বলেন জব্দকৃত গঁজারি বল্লী ও বনখেকুদের বিরুদ্ধে মামলা হচ্ছে্। জব্দকৃত গজারি বল্লী বন বিভাগের স্থানীয় অফিসে নেয়া হবে।

এসময় অভিযোগের ৪ ঘন্টা পরে ঘটনাস্থলে উপস্থিতের কারণ জানতে চাইলে তিনি বলেন আমাদের জনবলের অভাবে ভয়ংকর বন খেকুদের মোকাবেলা করতে সাহস পাইনা ওরা অত্যাধুনিক ধাড়ালো অস্ত্র ব্যবহার করায় একাধিকবার বন খেকুদের আক্রমনের শিকার হতে হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি