নিজস্ব প্রতিবেদক:
ঘুমের ওষুধ খাইয়ে মক্তবের ছাত্রদের বলাৎকারের অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রোববার (২৭ এপ্রিল) গাজীপুর মহানগরীর পূবাইলের ৩৯ নং ওয়ার্ড হায়দরাবাদ তালগাছিয়ার টেক এলাকায় আটকের এই ঘটনা ঘটে। অভিযুক্ত রইজ উদ্দিন হায়দরাবাদ আখলাছ জামে মসজিদ এর ইমাম বলে নিশ্চিত করেছে এলাকাবাসী। তিনি মসজিদেই বসবাস করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ৩৯ নং ওয়ার্ড হায়দারাবাদ তালগাছিয়ার টেক এলাকার ছোট ছোট ছেলেরা মসজিদে মক্তবে ও নামাজ পড়তে গেলে রইজ উদ্দিন প্রায় সময়ই বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার কাছে নিয়ে যায় এবং একা ঘুমাতে ভয় পায় বলে ছাত্রদের তার সাথে ঘুমাতে বলে। এরই ধারাবাহিকতায় গত ১ লা মার্চ সকালে অভিযুক্ত রইজ ছেলে শিশুটিকে ফুসলিয়ে তার কাছে নিয়ে যায় ও ঘুমাতে বলে, পরে কোল ড্রিংসের সাথে ঘুমের ওষুধ খাওয়ার পর শিশুটি ঘুমিয়ে গেলে ঘুমন্ত অবস্থায় তাকে বলাৎকার করে।
পরে শিশুটির পরিবার তার বন্ধুদের কাছে এই বিষয়ে জানতে পেরে এলাকাবাসী কে জানালে রইজ কে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কে আটক করেছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদের সে(ইমাম) ঘটনার সত্যতা স্বীকার করে। বলাৎকারের বিষয়ে পূবাইল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন, আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৯(১) ধারা বিধি অনুযায়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply