লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রামের বাসিন্দা মেহেদী হাসান রাব্বি (১৪) নামের এক কিশোর হারিয়ে গিয়েছে। সে মিন্টু মিয়া ও দুলালি খাতুন দম্পতির সন্তান। বর্ণনা.. গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফিট ৫ ইঞ্চি , চুলের রং কালো । হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো সার্ট , জিন্সের প্যান্ট ও পায়ে ছিল স্যান্ডেল । সে গত ২৫ এপ্রিল শুক্রবার আনুমানিক সকাল ১০ টার দিকে বগুড়া জেলার দুঁপচাচিয়া থানার গোবিন্দপুর আমষট্ট এলাকা থেকে হারিয়ে যায়।
দুঁপচাচিয়া থানারঃ- জিডি নম্বরঃ১১৬৩, জিডির তারিখঃ ২৬/০৪/২০২৫,
কোন সহৃদয়বান ব্যক্তি হারিয়ে যাওয়া কিশোরের সন্ধান পাইলে নিম্নোক্ত ঠিকানায় বা মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হইলো।
যোগাযোগ: মিন্টু মিয়া, মোবাইল নম্বর ০১৭২৮৫৫৪৯৮০ অথবা ০১৬১৪২৩১৩৯৪ , গ্রামঃ জমগ্রাম,ইউনিয়নঃ-বাউরা,উপজেলাঃ-পাটগ্রাম, জেলাঃ-লালমনিরহাট।
Leave a Reply