1. admin@dainikvoreralobd.com : voreralobd :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাসরি বুড়িমারী-ঢাকা রুটে বুড়িমারী ও লালমনি এক্সপ্রেস নামে আন্তঃনগর ট্রেন দুটি চালুর দাবিতে সংবাদ সম্মেলন গাজীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে বড় ভাইয়ের হুমকিতে এলাকাছাড়া ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন গাজীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী লাঞ্ছিত পূবাইলে ঘুমের ওষুধ খাইয়ে শিশুকে বলাৎকার, ইমাম গ্রেফতার গাজীপুরে সাংবাদিক কে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন। হারানো বিজ্ঞপ্তি এম এ মান্নান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয় ক্ষমতায় আসলেই আঙ্গুল ফুলে কলাগাছ: টিটু সরকার বুড়িমারী থেকে সরাসরি আন্তনগর ট্রেন চালু না হওয়ায় ৪ দিন ধরে রেলপথ অবরোধ

আওয়ামীলীগ দেশে অরাজগতা সৃষ্টি করলে এদেশের মাটিতে জায়গা হবেনা, রাশেদুল ইসলাম

  • প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পাঠ করা হয়েছে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ বলেন,শেখ হাসিনার সরকার দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় ছিলো। তারা দেশের কোন উন্নয়ন করেনি, তারা তাদের ভাগ্যের উন্নয়ন করেছে। তারা হাজার হাজার ছাত্র জনতার মৃত্যুর মাধ্যমে এবং এদেশের জনগণের তারা খেয়ে দেশ থেকে পালিয়েছে। হাসিনা দেশের ওপর প্রান্ত থেকে বিভিন্ন সময় তিনি তার নেতা কর্মীদের মেসেজ দিয়ে এ দেশে অরাজগতা সৃষ্টি করার জন্য বলছেন । তিনি গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য বলেন। আপনার চিন্তা করে দেখেন যদি আমাদের গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যায় আমরা খাবো কি, আমাদের মা-বোনরা খাবে কি। হাজার হাজার লোক বেকার হয়ে যাবে ও চুরি ছিনতাই বেড়ে যাবে।

আজ শনিবার (১২ এপ্রিল) দুপুরে টঙ্গী বাজার এলাকায় ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে আওয়ামীলীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আওয়ামীলীগের উদ্দেশ্য আরো বলেন, আপনারা শান্তিতে আছেন শান্তিতে থাকেন । যদি অরাজগতা করার পায়তারা করেন তাহলে আপনাদেরকে এদেশের মাটিতে জায়গা দেওয়া হবে না। এদেশের মাটিতে কবর রচনা করা হবে। হাসিনা আপনাদেরকে রেখে দেশ থেকে পালিয়ে চলে গেছেন তাহলে বুঝেন কোন নেতার নেতৃত্বে ছিলেন এতোদিন আপনারা। যে নেত্রী ও নেতা তাদের কর্মীদের বিপদে ফেলে চলে যায় আমরা আশা করবো সেই নেতার নেতৃত্বের আপনারা আর রাজনীতি করবেন না।

সমাবেশে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল বলেন, শেখ হাসিনা পালানের পর তাদের কিছু দোসরা ঘাপটি মেরে দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে আছে। সেই সমস্ত লোকজন ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। যেইখানে ছাত্রলীগ ও যুবলীগ রাজপথে নামার দুঃসাহস করবে সেখানেই তাদের লাঠি হাতে মোকাবেলা করা হবে।

বিক্ষোভ মিছিলে গাজীপুর মহানগর বিএনপি’র নেতা আব্দুর রহিম কালাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি