মোঃ আসিফ মিয়া, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার বলেছেন, বাংলাদেশে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় নিয়মতান্ত্রিক পন্থায় জামায়াতে ইসলামী দাওয়াতি কাজ করে যাচ্ছে। সেদিন বেশি দূরে নয় বাংলার মাটিতে ইসলামি শরিয়া আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।
রোববার বিকেলে সদরের মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মির্জাপুর উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। পৌর জামায়াতের আমীর ও মির্জাপুর মহিলা কলেজের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক মহিবর রহমানের সভাপতিত্বে ও সানাউল ইসলামের পরিচালনায় অন্যদের বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, উপজেলা সেক্রেটারি মুফতি আবুল কাশেম মৃধা, খেলাফত মজলিশের সভাপতি আসাদুজ্জামান খান সিটু, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।
মাওলানা আব্দুল্লাহ তালুকদার বলেন, কুরআন কারো দলীয় সম্পদ নয়। জামায়াত ইসলামী রান্না ঘর থেকে বঙ্গভবন, বঙ্গভবন থেকে সংসদ পর্যন্ত কুরআনের আইন চালু করতে চায়। ইফতার ও দোয়া মাহফিলে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা জামায়াতের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply