আনোয়ার হোসেন,ইতালি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও প্রায় ছয় শতাধিক রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন এস, কে, বি, কোম্পানি পক্ষ থেকে আবুল কাসেম।
ইফতারে আগত রোজাদারদের স্বাগত এবং কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা জানান প্রবাসী সকলের জন্য দোয়া কামনা করেন। এসময় তিনি আরো বলেন প্রতি বছরের মতো এবারও আমরা এ, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। মূলত সবার সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই আমাদের সকলের প্রচেষ্ঠায় আজকে এই আয়োজন।
এসময় কমিউনিটি বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গের উপস্থিত ছিলেন আঞ্চলিক সংগঠক,মিডিয়া সাংবাদিক সহ আরো অনেকে সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
ইফতার পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত, বয়ান পেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং গাঁজায় অসহায় ফিলিস্তিনিদের জন্যে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা আজিজুল ইসলাম।
বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক, ব্যবসায়ীক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গগণ।
পরিশেষে ইফতার ও নৈশভোজের মাধ্যমে সমাপ্ত করা হয়।
Leave a Reply