স্টাফ রিপোর্টার
গাজীপুরের পূবাইলে চাহিদা অনুযায়ী চাঁদা না দেওয়ার কারণে এক ব্যবসায়ী কে হেনস্তার খবর পাওয়া গেছে। অভিযুক্ত রবিউল আলম (৩৭)একটি প্রিন্ট মিডিয়ার পূবাইল থানা প্রতিনিধি (সাংবাদিক) বলে জানা যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের মাঝুখান পশ্চিমপাড়া এলাকায় ব্যবসায়ী মোঃ করিম (৫৬) এর সাথে অভিযুক্ত রবিউল আলম ও তার অপর সহযোগী সাংবাদিকের চাহিদা মাফিক চাদা( ঈদ বোনাস)না দেওয়ার জেরে বাকবিত-া শুরু হয় এক পর্যায় তা হাতাহাতিতে রুপ নেয়।
এলাকা সূত্র আরও জানা যায়, রবিউল আলম নিজেকে পুবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি হিসেবে দাবী করে নানা অপকর্ম করে বেড়ায়। ঘটনা ঘটানোর ১ ঘন্টা পর অভিযুক্ত সাংবাদিকরা পুনরায় ঘটনাস্থলে এসে ভুক্তভোগী ব্যবসায়ীকে পুবাইল থানার এএসআই মোস্তফার সামনে হুমকি প্রদান করেন এবং বলেন ঈদের পূর্বেই তোকে এখান থেকে বিতাড়িত করব টাকা না দিলে।
এ বিষয়ে পূবাইল থানার এএসআই মোস্তফার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, উক্ত ঘটনাটি সম্পূর্ণ সত্য,যাহা আমার সামনে সংঘটিত হয়েছে। এসময় তিনি আরও জানান ভুক্তভোগীর মাধ্যমে জানতে পারি পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম ও তার সাথের অপর এক সাংবাদিক কে নিয়ে মোটরসাইকেলযোগে উক্ত ঘটনাটি ঘটিয়েছে,আমি রবিউলের সাথে যোগাযোগ করে বলতেছি উক্ত ঘটনাটি মীমাংসা করতে।
ঘটনার পর থেকে ব্যবসায়ী মোঃ করিম(৫৬) নিরাপত্তাহীনতায় ভুগছেন জানা যায় ।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোঃ আমিরুল ইসলাম বলেন, উক্ত ঘটনার সংবাদ পেয়েছি,যদি ভুক্তভোগী অভিযোগ করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply