1. admin@dainikvoreralobd.com : voreralobd :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে বলাৎকারের অভিযোগ এনে সকালে ইমামকে গণপিটুনি, রাতেই কারাগারে মৃত্যু জাল সনদে চাকরি: কাপাসিয়ায় দুই মাদ্রাসা শিক্ষকের এমপিও স্থগিত গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন গাজীপুরে রাতের অন্ধকারে মাটি কাটার দায়ে ১০ জনের কারাদণ্ড গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বুড়িমারী আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে যাত্রী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন গাজীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে বড় ভাইয়ের হুমকিতে এলাকাছাড়া ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন গাজীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী লাঞ্ছিত পূবাইলে ঘুমের ওষুধ খাইয়ে শিশুকে বলাৎকার, ইমাম গ্রেফতার

গাজীপুরে রাতের অন্ধকারে মাটি কাটার দায়ে ১০ জনের কারাদণ্ড

  • প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৭ বার পাঠ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের ইসলামপুর ও কারখানা বাজার এলাকায় রাতের আধারে অপরিকল্পিতভাবে মাটি কাটার দায়ে ১০ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাতে গাজীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মামুনুর রশিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে মাটি কাটা অবস্থায় দুই স্থান থেকে আটক হওয়া ওই ১০ জনকে এক মাস করে কারাদ- দেওয়া হয়। কারাদণ্ডিতরা হলেন- সোহান মাহমুদ, শরিফুল ইসলাম, আজিজুল হক, হারুন, রিপন, সোহেল রানা মোল্লা, জয়নাল আবেদীন, বাসুর উদ্দিন, মোঃ সোহেল, রাসেল মিয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস ও টঙ্গী (রাজস্ব) সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু, গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাব রক্ষণ কর্মকর্তা (নাজির) মোঃ বদরুজ্জামান ইমনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস জানান,রাতের অন্ধকারে কারখানা বাজার ও ইসলামপুর এলাকায় কৃষি জমি থেকে অপরিকল্পিতভাবে ভেক্যু দিয়ে মাটি কাটা হচ্ছিল। এমন খবর পেয়ে ওইসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কারখানা বাজার এলাকা থেকে ৩ জন এবং ইসলামপুর এলাকা থেকে ৭ জনকে আটক করা হয়। পরে ওই ১০ জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অবৈধভাবে অপরিকল্পিভাবে ভেক্যু দিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি