নিজস্ব প্রতিবেদক:
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে গাজীপুর সদর উপজেলা প্রশাসন ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫’ পালন করেছে।
“মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫” উপলক্ষে বুধবার (২৬শে মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে গাজীপুর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে গাজীপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ মামুনুর রশিদ পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় গাজীপুর সদর সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মঈন খান এলিস, সহকারী কমিশনার ভূমি (টঙ্গী সার্কেল) মোঃ সাইদুজ্জামান হিমুসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply