মো. রফিকুল ইসলাম মোল্লা(গাজীপুর প্রতিনিধি):
সাংবাদিকতা নিয়ে ভাবলে মাথায় প্রথম যে কথাটি আসবে, তা আনন্দের নাও হতে পারে। এর অবশ্য কিছু কারণও আছে। সাংবাদিকদের সাধারণত প্রতিকূল পরিবেশে কাজ করতে হয়, নির্মোহভাবে তুলে আনতে হয় অতি আবেগীয় গল্প, কাজের সময় হয় দীর্ঘ। ফলে সাদা চোখে দেখলে, এই পেশায় সেই অর্থে আনন্দের তেমন কিছু দেখা নাও যেতে পারে। এরপরেও মনিরুজ্জামান এই পেশায় কাজ করে চলেছেন। নিরলসভাবে তুলে আনছেন লাখো মানুষের গল্প ও তাদের আত্মকাহিনী। এত প্রতিকূল অবস্থা সামনে রেখেও দৈনিক ভোরের আলো পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন মোঃ মনিরুজ্জামান।
তার বস্তুনিষ্ঠ নিরপেক্ষ কলমের লিখনিতে উপকৃত হচ্ছেন অন্যায় ও জুলুমের শিকার হওয়া সাধারণ জনগণ। পত্রিকার প্রতিনিধির পাশাপাশি মানুষের ভালোবাসা ও আসার বাতিঘর হিসেবে পরিচিতি লাভ করেছেন মনিরুজ্জামান। শুধু সাংবাদিকতা করেই ক্ষান্ত হননি তিনি করছেন এলাকার সামাজিক ও পরিবেশ রক্ষা করার কাজও। যেখানেই সাধারণ মানুষের হাহাকার নেই সঠিক বিচার পাওয়ার কোন ব্যবস্থা সেখানেই অন্যায়ের সাথে মোকাবেলা করতে কলম চলে মনিরুজ্জামানের।
শুধু বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অন্যায়ের সাথে আপোষহীনতা সত্য এবং শোষীতের পক্ষে কাজ করেই থেমে থাকেন নি। বাংলাদেশের প্রতিটি জাতীয় দিবসে শহীদদের কথা চিন্তা করে আবেগে আপ্লুত হয় পড়েন মনিরুজ্জামান। শত কর্ম ব্যস্ততার মাঝেও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কখনোই কার্পন্য করেননি তিনি।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেন মাগুরা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। বিশেষ কাজে মাগুরা জেলায় ভ্রমণকালেও ২৬ শে মার্চ ২০২৫ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেন মোঃ মনিরুজ্জামান।
Leave a Reply