নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে জাতির বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান গাজীপুর সিটি কর্পোরেশন।
বুধবার (২৬ মার্চ) সূর্যদ্বয়ের সকালে প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনার মাধ্যমে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন তারা।
এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের, তত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক,বিদ্যুৎ,পানি)সুদীপ বসাক, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা তত্ত্বাবধায়ক প্রকৌশলী(সিভিল) এ. কে. এম. হারুনুর রশীদ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ ইব্রাহীম খলিল, কর নির্ধারণ কর্মকর্তা মোহাম্মদ আতাউর রসুল ভূইয়া, নগর পরিকল্পনাবিদ মোঃ মইনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের রুহের মাগফেরাত কামনা ও দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
Leave a Reply