টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ (২৪ মার্চ) সোমবার সন্ধায় মিলগেট এলাকায় ৫৫ নং ওয়ার্ড টঙ্গী পশ্চিম থানা মৎসজীবী দলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ সময় টঙ্গী পশ্চিম থানা মৎসবীজীদলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সাবেক বিএনপি নেতা আবুল হাসেম, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আলী, গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক আলী আহামদ টুক্কুসহ বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।
ইফতারে আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দেশের এই ক্রান্তিলগ্নে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
Leave a Reply