নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের মাটি ও মানুষের নেতা, সাবেক ধর্ম মন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আলহাজ্ব অধ্যাপক এম,এ মান্নান এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বাসন মেট্রো থানা বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ তানভীর সিরাজ এর বাসভবনের হল রুমে বাসন মেট্রো থানা বিএনপির আয়োজনে অধ্যাপক এম, এ মান্নান এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভায় গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজ্বী মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে, গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপি দপ্তর সম্পাদক, মোঃ খোরশেদ আলম ও বাসন মেট্রো থানা বিএনপি প্রচার সম্পাদক এড. মোঃ সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ তানভীর সিরাজ।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃআমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বাসন মেট্রো থানা বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ তানভীর সিরাজ বলেন অধ্যাপক এম. এ. মান্নান গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিপুল ভোটে প্রথম মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে পড়েন। একের পর এক মিথ্যা ও রাজনৈতিক হয়রানীমূলক মামলায় গ্রেফতার ও কারাবাসের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিৎিসাধীন ছিলেন।
তিনি আলহাজ্ব অধ্যাপক এম.এ. মান্নান অথবা মান্নান স্যার নামে বেশি পরিচিত ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সরকারের প্রতিমন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। তিনি আরো বলেন অধ্যাপক এম, এ মান্নান কে ভাগ করার চেষ্টা করবেন না, তিনি আমাদের আদর্শ, তিনি গাজীপুরের তথা সারাদেশের নেতা, তার আদর্শকে আমরা সম্মান জানাই, তাই তাকে ভাগ করতে চাইলেও আমরা তা করতে দিবো না।
তিনি বলেন মানুষের যদি এক কান কেটে যায় সেটা ঢেকে চলতে পারলেও দুই কান কাটা গেলে তা আর ঢেকে চলতে পারে না, বাসন মেট্রো থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আপনারা সাংবাদিক তাই আপনারা সব জানেন কারা কোথায় চাঁদাবাজি করছে। তাই আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি করি, তাই মাননীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের উদ্দেশ্যে বলেন হয় চাঁদাবাজদের বহিস্কার করেন, তাদের বহিষ্কার না করতে পারলে আমাদের বহিস্কার করেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আপনার (তারেক জিয়া) আদর্শ নিয়ে সাধারণ মানুষের সাথে থাকবো। সাধারণ মানুষ আপনাদের আদর্শকে সম্মান করে বিএনপি তথা ধানের শীষ মার্কায় ভোট দেয়। সাধারণ মানুষ বিএনপির অনুপ্রেরণা যোগায়।
মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভায় আোর উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মজিদ তালুকদার সভাপতি, ১৩ নং ওয়ার্ড বিএনপি। মোঃ আতাউর রহমান, সভাপতি, ১৪ নং ওয়ার্ড বিএনপি। মো সিরাজুল ইসলাম, সভাপতি, ১৫ নং ওয়ার্ড বিএনপি। হাজ্বী মোঃ বিল্লাল হোসেন, সভাপতি, ১৬ নং ওয়ার্ড বিএনপি। মোঃ মিজানুর রহমান নয়া, সভাপতি, ১৭ নং ওয়ার্ড বিএনপি। মো সাহাজ উদ্দিন সরকার, সভাপতি, ১৮ নং ওয়ার্ড বিএনপি। মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক, ১৩ নং ওয়ার্ড বিএনপি। মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, ১৪ নং ওয়ার্ড বিএনপি। হাজ্বী মোঃ ইকবাল মাহমুদ, সাধারণ সম্পাদক, ১৫ নং ওয়ার্ড বিএনপি। হাজ্বী মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, ১৬ নং ওয়ার্ড বিএনপি। হাজ্বী মোঃ রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক, ১৭ নং ওয়ার্ড বিএনপি। হাজ্বী মোঃ লিটন মিয়া, সাধারণ সম্পাদক, ১৮ নং ওয়ার্ড বিএনপি। এসময়ে আরো উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দীন, সভাপতি পদপ্রার্থী ১৩ নং ওয়ার্ড শ্রমিকদল। মোঃ সেলিম, রুবেল সহ বাসন মেট্রো থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদল, ওলামাদলের নেতৃবৃন্দ প্রমুখ
অনুষ্ঠান শেষে মরহুম অধ্যাপক এম,এ মান্নানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply