নিজস্ব প্রতিনিধি
গাজীপুর মহানগরীর বাসনে এক নারী শ্রমিক ইঁদুর মারার কীটনাশক খেয়ে আত্নহত্যার খবর পাওয়া যায় , ওই নারী শ্রমিক রাত সাড়ে নয়টার দিকে কীটনাশক খায়, পরে বাড়ির লোকজন টের পেয়ে রাত বারোটায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনের জন্য নিয়ে যায়।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায় গত ২০ মার্চ বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয় ঘটিকায় বিউটি (১৯) নামের এক নারী গার্মেন্টসকর্মী ইঁদুর মারার কীটনাশক খেলে তার স্বামী ভাই ও বিউটির বাবা রাত বারোটায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে পৌনে একটায় চিকিৎসারত অবস্থায় মারা যায়।
মৃত ব্যক্তি হলেন ময়মনসিংহের নান্দাইল থানার মিংদই গ্রামের আব্দুল রসূল ফকিরের মেয়ে বিউটি (১৯), সে তার বাবা, মা ভাই সহ বাসন থানা ১৭ নং ওয়ার্ডের মোগরখাল এলাকার আতাউরের বাড়িতে ভাড়ায় বসবাস করেন।
আসামীর হলেন বিউটির স্বামী নেত্রকোনা দূর্গাপুর নোয়াগাও গ্রামের সাহেব আলীর ছেলে সজীব (২৪), সে একই বাসা তার স্ত্রী বিউটির সাথে ভাড়ায় বসবাস করতেন
এবিষয়ে জিএমপি বাসন থানা উপ-পরিদর্শক মোহাম্মদ আলী বলেন সদর থানা থেকে বার্তা কলের মাধ্যমে জানান যে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী শ্রমিকের বিষপানে আত্নহত্যা করার লাশ মর্গে আছে। জিএমপি বাসন থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ আলী গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লাশ রাখার ঘর মর্গে গিয়ে ওই নারী বিউটির লাশের সুরতহাল করে প্রতিবেদন করে লাশ ময়নাতদন্ত শেষে তার আত্নীয় স্বজনের নিকট হস্তান্তর করেন।
জিএমপি বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার আহমেদ বলেন সদর থানার থেকে বার্তার মাধ্যমে জানতে পারি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে একটি লাশের সংবাদ, সেই সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আলী হাসপাতালে গিয়ে ময়নাতদন্তের ঘর থেকে লাশের সুরতহাল করে বিউটির স্বামী কে আসামী করে বাসন থানায় আত্নহত্যার প্ররোচনা (৩০৬ ধারা) করার মামলা রুজু করে আসামী গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply