1. admin@dainikvoreralobd.com : voreralobd :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অধ্যাপক এম.এ মান্নান এর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়। গাজীপুরে বলাৎকারের অভিযোগ এনে সকালে ইমামকে গণপিটুনি, রাতেই কারাগারে মৃত্যু জাল সনদে চাকরি: কাপাসিয়ায় দুই মাদ্রাসা শিক্ষকের এমপিও স্থগিত গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন গাজীপুরে রাতের অন্ধকারে মাটি কাটার দায়ে ১০ জনের কারাদণ্ড গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বুড়িমারী আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে যাত্রী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন গাজীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে বড় ভাইয়ের হুমকিতে এলাকাছাড়া ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন গাজীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী লাঞ্ছিত

আদর্শ সমাজ ও কল্যাণমূলক রাষ্ট্রগঠনে ইমামদের ভূমিকা অপরিসীম -জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ

  • প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১২ বার পাঠ করা হয়েছে

ফজলুল কাদের।
নোয়াখালী প্রতিনিধিঃ

ইমামরা শুধু মসজিদের ইমাম নয়, তারা পুরো সমাজের ইমাম। তাই ইমামদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। একটি আদর্শ সমাজ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ইমামদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। তিনি শনিবার সকালে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নে ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে ও এম.এইচ গ্লোবাল গ্রুপের সহযোগিতায় দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে চাটখিল-সোনাইমুড়ি উপজেলার সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনের নিয়ে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে২০২৫খ্রি. প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ.কে.এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতার, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিষ্টার নজরুল ইসলাম, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা, ধর্মীয় আলোচক নুরুল করিম বেল্লালী, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মুর্তজা, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহিরুল ইসলাম, সাইমন শিল্পগোষ্ঠীর পরিচালক ছালাউদ্দিন ভূইয়া প্রমূখ।
সভাপতি ক্যাপ্টেন এ.কে.এম গোলাম কিবরিয়া বলেন, শুধু নামাজ আর তসবিহ পড়ার জন্য ইসলাম আসে নি। ইসলাম এসেছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত সকল ক্ষেত্রেই ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা সর্বাগ্রে। তাই ইমাম-মুয়াজ্জিনদের ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আধুনিক তথ্য-প্রযুক্তিতে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ইমাম-মুয়াজ্জিনদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ^াস দেন।
সম্মেলন উপস্থিত দুই উপজেলার প্রায় ২ হাজার ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি