ফজলুল কাদের।
নোয়ালী প্রতিনিধি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলায় থেকে খালাস পাওয়ায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২১ মার্চ) রাতে তারেক রহমানকে স্বাগত জানিয়ে এ মিছিল করা হয়।
বিচারিক আদালতে সব মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিম্ন আদালতে তার বিরুদ্ধে থাকা সর্বশেষ মামলা ‘হত্যা মামলায় দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেন’ অভিযোগ থেকে তারেক রহমানসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারিক আদালত। এর ফলে বিচারিক আদালতে তার নামে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
Leave a Reply