নিজস্ব প্রতিনিধি
গাজীপুর মহানগরীর সদর থানায় জেলা পরিষদ মিলনায়তনে রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশনের উদ্যোগে সেচ্ছায় রক্তদাতা সম্মাননা ও হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ মার্চ ২০২৫ইং) সকাল দশটা থেকে হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়ে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।
হিফজুল কোরআন প্রতিযোগিতায় গাজীপুরের একশত মাদ্রাসার ছাত্র অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে সেরাদের পুরস্কৃত করা হয়।
রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশনের উদ্যোগ সেচ্ছায় রক্তদাতা সম্মাননা ও হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে চ্যানেল আই এর গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ ফজলুল হক মোড়লের সভাপতিত্বে রান ফর বেটার ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সালাউদ্দিন চৌধুরী, চেয়ারম্যান, স্টাইলিশ গার্মেন্টস লিঃ ও
পরিচালক, ডিবিসি নিউজ এবং সদস্য বিজিএমইএ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাকসুদা চৌধুরী মিশা, ব্যবস্থাপনা পরিচালক, স্টাইলিশ গার্মেন্টস লিঃ ও পরিচালক, বাংলাদেশ ফিলিপাইন চেম্বার্স।
প্রধান আলোচক ছিলেন ড. মোঃ নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। উদ্বোধন করেন মোঃ জাহাঙ্গীর কবির, স্বত্ত্বাধিকারী, জাহানারা বিজনেস পয়েন্ট।
অনুষ্ঠানে বক্তারা ফিলিস্তিনের মুসলমানদের হত্যার বিচার অবিলম্বে যুদ্ধ বন্ধ করা ও দোয়া চেয়েছেন।
উক্ত অনুষ্ঠানে রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশনের সকল সদস্যগনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন
Leave a Reply