নিজস্ব প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের শুকুন্দী গ্রামে অনুমতি ছাড়া বালুমহাল থেকে এক্সকাভেটর দিয়ে বালু ও মাটি কাটার দায়ে শামীম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার (২১ মার্চ) দুপুরে গাজীপুর সদর জোন সহকারি কমিশনার (ভূমি) মোঃ মঈন খান এলিস এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড প্রদান করেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক এই দণ্ডাদেশ দেওয়া হয়।
গাজীপুর সদর জোন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন খান এলিস বলেন গোপন সংবাদের গাজীপুর সদরের বাড়ীয়ার আমতলী শুকুন্দী গ্রামের খাস পুকুর খননের জন্য ঠিকাদার কে কাজ দেয়ার পরে কন্ট্রাক্টর অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাব-কন্ট্রাক্টার শামীম কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply