ভোরের আলো রিপোর্ট:
অবৈধ দখল ও দূষণের কারণে মৃতপ্রায় গাজীপুরের শ্রীপুরে ঐতিহ্যবাহী লবলঙ্গ নদী দখলমুক্ত করে পুনরুদ্ধার, নদী খনন ও সৌন্দর্য বর্ধনের জন্য সরকারীভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের প্রচেষ্টায় এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
এরই অংশ হিসেবে পরিবেশ উপদেষ্টার নির্দেশক্রমে লবলঙ্গ নদী দখলমুক্ত করে পুনরুদ্ধার, নদী খনন ও সৌন্দর্য বর্ধনের বিষয়ে করনীয় নির্ধারনের জন্য লবলঙ্গ নদী সরেজমিনে পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নাজমুল আহসান। তিনি মঙ্গলবার (১৪ মার্চ) সকালে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়িসহ লবলঙ্গ নদীর কয়েকটি পয়েন্ট পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নাজমুল আহসান বলেন, লবলঙ্গ নদীর উজানে চক্খারখালের ঢাকা ডেইনিম পয়েন্ট থেকে দোখলা পয়েন্ট পর্যন্ত দখল ও দূষণ মুক্ত করণে কাজ করবেন। লবলঙ্গ নদীর দোখলা, ডিগনিটি মোড়, মাস্টার বাড়ি ময়লার ভাগাড়, ঢাকা ডেইনিম পয়েন্ট পরিদর্শন করে পরিবেশবিদ, সচেতন নাগরিক, স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন। স্থানীয়দের কথা শুনে, তাদের দাবির প্রেক্ষিতে আশ্বস্ত করে বলেন যে শিগগিরি চক্খারখালের ঢাকা ডেইনিম পয়েন্ট থেকে দোখলা পয়েন্ট পর্যন্ত লবলঙ্গ খনন করা হবে। পরিবেশ উপদেষ্টার আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘ এই নদীর পুরোটাই দখল ও দূষণমুক্ত করতে সীমানা নির্ধারণ কোন খনন সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পানি সম্পদ অতিরিক্ত সচিব লুৎফর রহমান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী নাফিউজ সাজ্জাদ, গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কায়সার খসরু, জাতীয় নদী রক্ষা কমিশনের উপ পরিচালক আমিনুর রহমান, শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ, পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জহির, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, পরিবেশ অধিদপ্তরের গাজীপুরের উপ-পরিচালক আরেফিন বাদল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতাহার শাকিল, বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুর শাখার সাধারণ সম্পাদক এম. আসাদুজ্জামান সাদ, শ্রীপুর উপজেলার সভাপতি সাঈদ চৌধুরীসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ।
Leave a Reply