নিজস্ব প্রতিবেদক:
বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশে বিএনপি নেতা কর্মীরা সাধারণ মানুষের মাঝে মাহে রমজানের ইফতার আয়োজনের মাধ্যমে নেতাকর্মীরা বিএনপির আদর্শের বার্তা দিয়ে এবং চলমান পরিস্থিতিতে সন্ত্রাস নৈরাজ্যর বিরুদ্ধে সচেতন থাকতে কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ১৫ মার্চ শনিবার টঙ্গী পাইলট স্কুল মাঠে শিক্ষক সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে গন ইফতার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে যুবদল নেতা শেখ শামীম ও জিয়া পরিষদের রেমন মাহমুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলেক, উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ টি বছর বিএনপি ও সমমাননা রাজনৈতিক দলগুলো হামলা মামলা জর্জরিত হয়েছে, ফ্যাসিস্ট জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানুষ অধীর আগ্রহে রয়েছে ভোট দেওয়ার জন্য ভোট হবে তবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। মানুষের মাঝে ভুল বার্তা দিয়ে ষড়যন্ত্র চলছে আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
জাতীয়তাবাদী শক্তি ঐক্য থাকলে আগামীতে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস, এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের জামায়াতে ইসলাম গাজীপুর মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক আফজাল হোসেন তিনি তার বক্তব্য বলেন বাংলাদেশ জমায়েত ইসলাম ও জাতীয়তাবাদী শক্তি একত্রে ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করে জেল জুলুম নির্যাতন উপেক্ষা করে রাজপথে টিকে ছিল, ষড়যন্ত্র হচ্ছে আমরা একত্রে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো আমাদের মাঝে যেন কোন ভুল বোঝাবুঝি না হয়। এ সময় আরো বক্তব্য রাখেন,বিএনপি নেতা শফিউদ্দিন শফী, শরাফত হোসেন সরকার, যুবদল নেতা জসিম উদ্দিন বাট, সাবেক কাউন্সিলর মমিনুর রহমান,সাবেক কাউন্সিলর সেলিম, খাদিজা আক্তার বিনা জসিম দেওয়ান, আসাদুজ্জামান আসাদ, ফারুক হোসেন, ফখরুল ইসলাম, হারুন, টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দলের সভাপতি মোঃ খোকন সাধারণ সম্পাদক আমির হোসেন সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও প্রায় তিন হাজার লোকের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
Leave a Reply