অনলাইন ডেস্ক
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মোসাঃ সোনিয়া (৪৫) নামে এক নারী মাদককারবারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) রাত পৌনে ৯ টার সময় তাকে কোনাবাড়ী থানাধীন বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত নারী মাদককারবারী রাজশাহী জেলার বাগমারা থানার যোগিপাড়া গ্রামের আহাদ আলী প্রামানিক এর মেয়ে মোস্ঃ সোনিয়া। সে কোনাবাড়ী বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকার আলী হোসেন এর বাসার ভাড়াটিয়া।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি বলেন,তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply