মোঃ মামুন হোসেন সরকার
পাটগ্রাম(লালমনিরহাট) প্রতিনিধি
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা,নিপীড়ন,ধর্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা পূণম চাঁদ ভুতোরিয়া কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার সময় পাটগ্রাম উপজেলার বাউরা বাজার এলাকায় বুড়িমারী- লালমনিরহাট মহাসড়কে এ প্রতিবাদসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাউরা পূণম চাঁদ ভুতোরিয়া কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বাসিরুল ইসলাম আকন্দ, প্রভাষক মাহবুবার রহমান সোহেব, শিক্ষাথী হামিদা আক্তার, মেহেরিন আক্তার, হাসান আল গালিব প্রমুখ।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সব স্লোগানের মধ্যে রয়েছে-“ তুমি কে, আমি কে আছিয়া আছিয়া, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, “ ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাসি চাই, “আমার সোনার বাংলায় ,ধর্ষকের ঠাঁই নাই,।
এ বিষয়ে প্রভাষক মাহবুবার রহমান সোহেব বলেন, ধর্ষককে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ ব্যাধি নির্মূল করতে হলে পারিবারিক ,ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করতে হবে।,
বাউরা পূণম চাঁদ ভুতোরিয়া কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বাসিরুল ইসলাম আকন্দ বলেন, বর্তমানে দেশে যুবসমাজের একটি বিরাট অংশ মাদকাসক্ত। আজকে মাদকাসক্তের কারণে ইভটিজার তৈরি হচ্ছে। তারাই এই জগন্যতম ধর্ষণের কাজ করছে। আমাদের ধর্মীয়,পারিবারিক ও শিক্ষার উন্নতি করতে হবে। আমাদের পারিবারিক ভাবে শিক্ষা গ্রহণ করতে হবে যাতে এই জগন্যতম কাজ আমরা না করি।,
Leave a Reply