স্টাফ রিপোর্টার:
গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজারে লীলাবালি ফেব্রিক্স নামক একটি দোকান দখলের অভিযোগ উঠেছে আঃ সালাম গংদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী পিরুজালী পাগলা মার্কেট সংলগ্ন (মোঃ শাহ আলম এর বাড়ির আড়াটিয়া) মৃত জলিল মল্লিকের ছেলে মোঃ পলাশ মল্লিক (৪২) জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- মনিপুর পেয়ারা বাগান এলাকার মোঃ আঃ সালাম, আঃ সালামের ছেলে মোঃ সোহাগ (২৫), মনিপুর (মোঃ টিটু মিয়ার বাড়ির ভাড়াটিয়া)মোঃ আকরাম মল্লিক (৪৮), জয়নাতলী (মোঃ আঃ সালাম এর বাড়ির ভাড়াটিয়া) মোঃ তজলু মিয়া (৩৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, জয়দেবপুর থানাধীন মনিপুর বাজারে লীলাবালি ফেব্রিক্স এন্ড টেইলার্স” নামক ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করে আসছেন। ব্যবসার সুবাদে আঃ সালামের কাছ থেকে গত ২ বছর আগে মাসিক ৬০ হাজার টাকা লভ্যাংশের বিনিময়ে ১০ লাখ টাকা ধার নেন পলাশ মল্লিক। পরবর্তী দুই মাসের মধ্যে ধারসহ লভ্যাংশের পুরো টাকা পরিশোধ করার কথা ছিল।
কিন্তু পলাশ মল্লিকের ব্যবসা লাভজনক না হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে উক্ত টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। তবে আঃ সালামকে ১০ লাখ টাকায় মাসিক লভ্যাংশের ৬০ হাজার টাকা পরিশোধ করেন পলাশ মল্লিক।
পরবর্তী আঃ সালাম তার পুরো পাওনা টাকা পরিশোধ করার চাপ প্রয়োগ করলে স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গদের মাধ্যমে আলোচনার ভিত্তিতে পাওনা টাকা পরবর্তী ৬ মাসের মধ্যে পরিশোধ করার বিষয়ে সমাধান হয়।
কিন্তু নির্ধারিত ৬ মাস সময়ের আগেই আঃ সালাম তার নিজ নামে পলাশ মল্লিকের লীলাবালি ফেব্রিক্স এন্ড টেইলার্স নামক ব্যবসা প্রতিষ্ঠান লিখে দিতে বলেন। এতে পলাশ মল্লিক রাজি না হওয়ায় গত ২১ ফেব্রুয়ারি দুপুরে
ব্যবসায়ীক কাজে মির্জাপুর বাজারে যাওয়ার পথে মেঘনা পেট্রোল পাম্পের নিকটে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র
আঃ সালামগং পথ গতিরোধ করেন এবং তাহার পাওনা টাকার বিনিময়ে ২২ লক্ষ টাকা দাবী করে।
অন্যথায় লীলাবালি ফেব্রিক্স এন্ড টেইলার্স ব্যবসা প্রতিষ্ঠান বুঝিয়ে দিতে বলে। একপর্যায়ে মারধরসহ জোরপূর্বক নেশা জাতীয়/চেতনা নাশক ওষুধ খাইয়ে ১’শত টাকা মূল্য মানের ৩ টি ননজুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং পলাশ মল্লিকের সাথে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের নামীয় সাউথ ইষ্ট ব্যাংক লিঃ, মনিপুর বাজার শাখা, গাজীপুর এর হিসাব নং-০১১৬১১১০০০০০৫৯৬ নাম্বার সম্বলীত ৫ টি অলিখিত চেকে জোর পূর্বক সাক্ষর নেয়।
এরই ধারাবাহিকতায় আঃ সালাম এর হুকুমে তার ছেলে মোঃ সোহাগ পলাশ মল্লিকের ব্যবসা প্রতিষ্ঠানের সার্টারের চাবিসহ প্রতিষ্ঠানের ক্যাশে থাকা ৭৫ হাজার টাকাসহ ৬০ লক্ষ টাকা মূল্যের মালামালসহ লীলাবালি ফেব্রিক্স এন্ড টেইলার্স জোরপূর্বক দখলে নেয়।
পরবর্তী পলাশ মল্লিককে জোর করে মোটরসাইকেলে উঠিয়ে কালিয়াকৈর থানাধীন চন্দ্রাস্থ বাসস্ট্যান্ডে নিয়ে পাবনাগামী বাসে উঠিয়ে দেয়। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে জানা যায়, দেখা যায় লীলাবালি ফেব্রিক্স এন্ড টেইলার্স বর্তমানে আঃ সালামের দখলে রয়েছে।
Leave a Reply