নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সদর উপজেলার ১৮ বছরের এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে তানজীম হোসেন (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। সে জয়দেবপুর থানাধীন মনিপুর ফকির মার্কেট এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী তরুনী বৃষ্টি আক্তার(১৮) জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তরুণীর অভিযোগ থেকে জানা যায়, দেড় বছর আগে মনিপুর ফকির মার্কেট এলাকার আওয়ামীলীগের দোসর মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলের সাথে মনিপুর বাজার এলাকার কাজী রফিকুল ইসলামের মাদ্রাসা পড়–য়া মেয়ে মোসাঃ বৃষ্টি আক্তারের পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে।
এরপর দিনের পর দিন শুরু হয় মেসেজ, অনলাইন চ্যাটিং। নিয়মিত কথা বলতে বলতে দু’জন দু’জনের প্রতি দুর্বল হয়ে যান। ধীরে ধীরে তাদের মধ্যে সখ্যতা আরও বেড়ে যায়। উভয়ের আপত্তিকর শব্দ ব্যবহার করা হোয়াটঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট গণমাধ্যমের হাতে রয়েছে। কিছুদিন যেতে না যেতে প্রেমের সম্পর্কের কারণে ওই তরুণী প্রেমিক তানজিমের অনেক আবদারই মেটানোর চেষ্টা করতেন। আর এই সুযোগটাই কাজে লাগান প্রেমিক তানজিম। এরপর দেহের চাহিদা মেটাতে বিয়ের বাহানা দিয়ে তানজীম হোসেন ওই মাদ্রাসা পড়–য়া ছাত্রী বৃষ্টি আক্তারের ইচ্ছার বিরুদ্ধে তার শারীরিক সম্পর্কে মিলিত হন।
থানায় লিখিত অভিযোগে আরও বলা হয়, তবে সম্প্রতি বৃষ্টি আক্তার তানজিমকে বিয়ের কথা বললে তাকে অস্বীকার করে খুন-জখমের ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ ওই তরুণীর। এছাড়া গত ৫ মার্চ ওই মাদ্রাসা পড়–য়া বৃষ্টি আক্তারের বাড়িতে গিয়ে এসব বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাদের একান্তে কাটানো মুহূর্তের কিছু ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় তানজিম।
ভুক্তভোগী তরুণী বৃষ্টি আক্তার এ প্রতিবেদককে বলেন, তানজিম আমার জীবনটাকে তছনছ করে দিছে, এখন বিয়ের জন্য চাপ দিলে সে বলে মানুষ প্রেম করে কতকিছুই করে তার মানে কি বিয়ে করতে হবে? তিনি বলেন, আমি তানজিমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমাকে বিয়ে না করলে আমার আত্মহত্যা ছাড়া কোন পথ নেই।
এ ঘটনায় তানজিমের পিতা জাহাঙ্গীর হোসেন বলেন, তাদের সম্পর্কের বিষয়ে আমি কিছু জানিনা। আমার ছেলে এধরনের ঘটনা ঘটিয়েছে কিনা তাও আমার জানা নেই। এ অবস্থায় তানজিমের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ না নিলে সে এভাবে একের পর এক বহু মেয়েদের ফাঁদে ফেলে তাদের সম্ভ্রমহানী করবে। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
Leave a Reply