নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর প্রেসক্লাবের ইফতার ও ক্লাবের প্রয়াত সকল সাংবাদিকের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ভাওয়াল রাজবাড়ি (জেলা প্রশাসন) প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় সদস্য ডাক্তার মাজহারুল আলম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাছেম বিল্লাহ, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর এমএ বারী, গাজীপুর জেলা জামায়াত ইসলামীর আমির ড. জাহাঙ্গীর আলম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর মহানগরীর সাধারণ সম্পাদক মুফতি হোসাইন আহমদ, হেফাজত ইসলামীর নেতা মুফতি নাছির উদ্দিন, সাবেক সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নু প্রমুখ।
Leave a Reply