অনলাইন ডেস্ক
গাজীপুর মহানগরীর শিমুলতলী ডুয়েট গেটের সামনে এল্টেক এলুমিনিয়াম ফ্যাক্টরিতে আগুন লেগেছে। শনিবার সন্ধ্যা পৌনে ৬ টায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় ৬ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার ইফতারের পূর্ব মুহুর্তে সন্ধ্যা পৌনে ৬ টার দিকে এল্টেক এলুমিনিয়াম ফ্যাক্টরিতে আগুন লাগে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।পরে ফয়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ফয়ার স্টেশনের ৫ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। এখন ডাম্পিং চলমান রয়েছে। সিনিয়র স্টেশন মাস্টার আব্দুস সামাদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ৫ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে ৬ টা ৫০ মিনিটে। এখনো আগুন লাগার কারও ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Leave a Reply