1. admin@dainikvoreralobd.com : voreralobd :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অধ্যাপক এম.এ মান্নান এর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়। গাজীপুরে বলাৎকারের অভিযোগ এনে সকালে ইমামকে গণপিটুনি, রাতেই কারাগারে মৃত্যু জাল সনদে চাকরি: কাপাসিয়ায় দুই মাদ্রাসা শিক্ষকের এমপিও স্থগিত গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন গাজীপুরে রাতের অন্ধকারে মাটি কাটার দায়ে ১০ জনের কারাদণ্ড গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বুড়িমারী আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে যাত্রী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন গাজীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে বড় ভাইয়ের হুমকিতে এলাকাছাড়া ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন গাজীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী লাঞ্ছিত

নোয়াখালীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১০ বার পাঠ করা হয়েছে

ফজলুল কাদের।
নোয়াখালী প্রতিনিধিঃ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রণীত,Criminal rules and Orders এর বিধি অনুযায়ী নোয়াখালীতে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলার মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ।
প্রধান অতিথি বলেন, এই কনফারেন্সের উদ্দেশ্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের দোষ ধরা নয় বরং কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ত্রুটি বিচ্যুতিসমূহ দূর করে ফৌজদারী বিচার ব্যবস্থার কার্যক্রমকে গতিশীল করে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির পথকে সুগম করা।

অনুষ্ঠানে বিচারিক কার্যক্রম এর সাথে জড়িত সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব পালনে সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিচার ব্যবস্থাকে জনবান্ধব করে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন জেলার বিজ্ঞ এডিশনাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আদালতের ম্যাজিস্ট্রেট (যুগ্ন জেলা জজ) মোঃ সুলতান সোহাগ উদ্দিন, সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এমদাদ,নোয়াখালী পুলিশ সুপার, মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা ইসলাম রুমি, পুলিশ সুপার পিবিআই আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রাইসুল ইসলাম,নোয়াখালী জেলা বারের সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসাইন বুলবুল, কোট ইন্সপেক্টর- ০১ মোঃ শহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার, চাটখিল সার্কেল, জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগন, সিআইডি, জেলা গোয়েন্দা শাখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলার বিজ্ঞ পিপি- এডিশনাল পিপিসহ সকল থানার অফিসার ইনচার্জগণ। কনফারেন্সে নোয়াখালী জেলায় বিচারাধীন মামলার ত্রুটি বিচ্যুতি চিহ্নিতকরণ এবং মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।

কনফারেন্সে বক্তারা ফৌজদারি বিচার কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে পুলিশ ও ম্যাজিস্ট্রেটগণে‌র পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়সাধন জোরদার, সময়মত আইনানুগভাবে প্রদত্ত মেডিকেল সার্টিফিকেট, ময়না তদন্ত প্রতিবেদন,ফরেনসিক রিপোর্ট ও ভিসেরা রিপোর্ট নিশ্চিতকরণ, বিচারাধীন মামলা সমূহের সমন, ওয়ারেন্ট, হুলিয়া ও ক্রোকী পরোয়ানা দ্রুত জারিকরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা নিরসনের উপায় চিহ্নিতকরণ, যথাসময়ে সাক্ষী হাজির নিশ্চিতকরণ এবং সাক্ষীদের আদালতে আগমন ও প্রত্যাবর্তিকালীন নিরাপত্তা নিশ্চিতকরণ, অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে শৈথিল্য দূরীকরণের বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব পালন করাসহ ফৌজদারি বিচার ব্যবস্থা ত্বরান্বিতকরণের লক্ষ্যে ফলফসু আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি