নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের বাউপাড়া বিটে ৫ আগস্ট পরবর্তী সময়ে জবর দখলকৃত ভাবে গড়ে উঠা ২৬ টি টিনশেড ও পাকা বাড়িঘর অপসারণ করে দখল ছেড়ে দিয়েছেন জবরদখল কারীরা।এতে করে এই বিট এলাকার প্রায় ৫০ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জের আওতাধীন বাউপাড়া বিটের জাঙ্গালিয়া পাড়া এলাকায় এই বনভূমি উদ্ধার করা হয়।
এই দিন বাউপাড়া বিট কর্মকর্তা আবুল কালাম সামসুদ্দিন স্থাপনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন।দখলদারদের অপসারণ কৃত উদ্ধার হওয়া জমিতে বিভিন্ন প্রজাতির শতাধিক চারাও রোপণ করা হয়।
বিট কর্মকর্তা আবুল কালাম সামসুদ্দিন জানান, বিভিন্ন এলাকায় জবর দখলকৃত বনভূমি উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে। তারই প্রেক্ষিতে জাঙ্গালিয়া পাড়া এলাকার লোকজনের সহযোগিতায় প্রায় ৫০ শতাংশ বনভূমি উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধারকৃত বনভূমিতে পর্যায়ক্রমে বনায়ন করা হবে।
উল্লেখ্য গত ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদের নেতৃত্বে ওই এলাকায় উচ্ছেদ অভিযানে যায় যৌথ বাহিনী। পরবর্তীকালে দখলকারীরা স্বেচ্ছায় বনভূমি ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে সময় দাবী করেন।
তখন মামুনুর রশীদ ও বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার সহ অন্য কর্মকর্তারা মানবিক দিক বিবেচনা করে তাদেরকে সময় দেন। এ সময় স্থানীয় পাঁচজন ব্যক্তি দখলমুক্ত করার বিষয়ে লিখিত অঙ্গীকার করেন।
তারই প্রেক্ষিতে নিজেরা অন্তত ২৬টি টিনশেড ও পাকা বাড়িঘর অপসারণ করে দখল ছেড়ে দিয়েছেন। এতে তাদের ক্ষতির পরিমাণ অনেকটা কমেছে। বাকি থাকা আরো ২০টি স্থাপনা অপসারণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply