নিজস্ব প্রতিবেদক
দেশের রাজনীতি অঙ্গনে সব আলোচনাকে ছাপিয়ে শীর্ষে আছে নির্বাচন। নির্বাচন নিয়ে চলছে তীব্র বাকযুদ্ধ। রাজনৈতিক দলগুলোর মতামত স্পষ্টতই তিন ভাগে বিভক্ত। একপক্ষ ডিসেম্বরেই জাতীয় নির্বাচন চায়। অন্যদিকে, কেউ চাচ্ছে আগে স্থানীয় নির্বাচন হোক। আবার একটি পক্ষ গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে।
এই ত্রিমুখী লড়াইয়ের শেষ কোথায়? ডিসেম্বরেই কি হবে জাতীয় নির্বাচন? নাকি হবে অন্য কিছু?
সংস্কার আগে না নির্বাচন আগে, এ নিয়ে প্রথমে কথার ফুলঝুরি দেখা গেলেও, এর মধ্যে আরেকটা ঝগড়া ঢুকে গেছে, আগে স্থানীয় সরকার নির্বাচন, নাকি সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচনে যাঁরা সরকার গঠন করার ব্যাপারে আশা রাখেন, তাঁরা চান সংসদ নির্বাচন হোক আগে। নির্বাচিত সরকারের অধীন হোক স্থানীয় সরকার নির্বাচন। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির অবস্থান স্পষ্ট। রাজনৈতিক দল বিএনপি চায় আগে জাতীয় নির্বাচন।
এ ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা চাই জাতীয় নির্বাচন আগে হোক।
আর বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরিকল্পনা করতে পারবেন না।
অন্যদিকে, জামায়াতে ইসলামী মনে করে, জনগণ চায় স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক। আমরাও চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হোক।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের আকাঙ্ক্ষাই হলো স্থানীয় নির্বাচন আগে হোক। আমরা জনগণের এ আকাঙ্ক্ষার সঙ্গে একাত্বতা প্রকাশ করেছি।
তবে এবার এই বিতর্কে ঢুকে পড়েছে আরেকটি নতুন শক্তি । সম্প্রতি আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এই দলটি বাংলাদেশের শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় । যার কারণে তারা চায় বাংলাদেশে গণপরিষদ নির্বাচন আগে হোক। কারণ তারা বাংলাদেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে চায়। গণপরিষদ নির্বাচন ছাড়া তাদের মতে সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন সম্ভব নয়।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা চাই, গণপরিষদ নির্বাচন হোক। প্রথমে গণপরিষদ নির্বাচন হতে হবে।
প্রকাশ্যে যে যাই বলুক, পর্দার আড়ালে জোর কদমে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। সোমবার প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নকে বলেছেন, ভোট সম্ভবত এ বছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে।
এদিকে সরকারের সাথে তাল মিলিয়ে চলছে নির্বাচন কমিশনও। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সে ক্ষেত্রে অক্টোবরের দিকে তফশিল, ডিসেম্বরে ভোট এবং জানুয়ারিতে সরকার গঠন— এমন লক্ষ্য নিয়ে নির্বাচনি রোডম্যাপ সাজানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Leave a Reply