মামুন হোসেন সরকার
পাটগ্রাম (লালমনিরহাট)প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরায় গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ওই হাসপাতালের পক্ষ থেকে চক্ষু শিবিরে প্রায় ৯০০জন দুঃস্থ চক্ষু রোগীকে চিকিৎসা, চশমা এবং ওষুধ দেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাউরা ইউনিয়ন বিএনপির আয়োজনে বাউরা পাবলিক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ওই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
চক্ষু শিবির উদ্বোধনী অনুষ্ঠানে বাউরা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোস্তাজীর লিমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রাশিদুর রহমান রাশেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরোশ উল আজম বসুনিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আলম রিফাত, বাউরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বুলু, সহ- সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী, আব্দুস সাত্তার,আবু নাসের সিদ্দিকী সোহেল প্রমুখ।
এদের মধ্যে অস্ত্রোপচারের জন্য ১৫০ জনকে নির্বাচিত করা হয়। যাদের দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালে পর্যায়ক্রমে অপারেশন করা হবে বলে জানানো হয়েছে।
Leave a Reply