1. admin@dainikvoreralobd.com : voreralobd :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে বলাৎকারের অভিযোগ এনে সকালে ইমামকে গণপিটুনি, রাতেই কারাগারে মৃত্যু জাল সনদে চাকরি: কাপাসিয়ায় দুই মাদ্রাসা শিক্ষকের এমপিও স্থগিত গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন গাজীপুরে রাতের অন্ধকারে মাটি কাটার দায়ে ১০ জনের কারাদণ্ড গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বুড়িমারী আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে যাত্রী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন গাজীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে বড় ভাইয়ের হুমকিতে এলাকাছাড়া ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন গাজীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী লাঞ্ছিত পূবাইলে ঘুমের ওষুধ খাইয়ে শিশুকে বলাৎকার, ইমাম গ্রেফতার

গাজীপুর প্রেসক্লাবের পহেলা বৈশাখ উদযাপন

  • প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৩ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টার :
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত বৈশাখী উৎসব ছিল এক প্রাণবন্ত মিলনমেলা। রঙ, সুর আর ঐতিহ্যের সমন্বয়ে দিনটি হয়ে ওঠে বাঙালির আত্মপরিচয় ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি।

সকালে শহরের কেন্দ্রস্থল থেকে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। রঙ-বেরঙের পাঞ্জাবি, শাড়ি ও ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে এতে অংশ নেন সাংবাদিক, তাঁদের পরিবার, সংস্কৃতিপ্রেমী নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাজীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

এরপর ছিল বাঙালির প্রিয় বৈশাখী খাবার—পান্তা-ইলিশ, শুঁটকি ভর্তা, আলু ভর্তা, ডালসহ নানা পদ। নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সকলে উপভোগ করেন ঐতিহ্যবাহী এই ভোজ।

আয়োজনের একপর্যায়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম।

বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মোঃ আমিনুল ইসলাম, হাসমত আলী, আলমগীর হোসেন, রুহুল আমীন সজিব, মিলটন খন্দকার প্রমুখ।

বক্তারা বলেন, “বৈশাখ মানে শুধু উৎসব নয়, বৈশাখ মানে শুদ্ধতার আহ্বান—সমাজ, সংস্কৃতি ও চিন্তার জগতে নবজাগরণ ঘটানোর একটি সুযোগ।

শেষভাগে ছিল বাউল সংগীতের মনোমুগ্ধকর পরিবেশনা। স্থানীয় বাউল শিল্পীরা একে একে পরিবেশন করেন হৃদয় ছুঁয়ে যাওয়া গান। “এসো হে বৈশাখ এসো এসোচ্—এই আহ্বানে মুখর হয়ে ওঠে চারপাশ।

উৎসবজুড়ে ছিল প্রাণের উচ্ছ্বাস, সৌহাদের্যর বন্ধন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর ভালোবাসা। গাজীপুর প্রেসক্লাবের এই আয়োজনকে সকলে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি