নিজস্ব প্রতিবেদক
স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান। ‘ফিলিস্তিন, জিন্দাবাদ’, ‘ইসরায়েল নিপাত যাক’- হাজার হাজার মানুষের স্রোত গিয়ে মিশছে উদ্যানের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির গণজমায়েতে।
কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বোতলজাত পানি ও মাস্ক বিতরণ করেন গাজীপুর টঙ্গীর ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি. এম শামীম।
আজ শনিবার (১২ এপ্রিল) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্যে টঙ্গী থেকে পিকআপে করে বোতলজাত ও মাস্ক নিয়ে যান বিএনপি নেতা বি.এম শামীম।
কর্মসূচিতে অংশ করা লাখো মানুষের মাঝে কিছুটা তৃষ্ণা মিটানোর লক্ষ্যে মুসলিম ভাইদের জন্য ১৫ শত বোতলজাত পানি ও ২ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
এ সময় টঙ্গী পূর্ব থানার ৫৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক জন নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।
Leave a Reply