নিজস্ব প্রতিবেদক:
আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এর গ্র্যাজুয়েট (উইন্টার’২৪) এবং আন্ডারগ্র্যাজুয়েট (সামার’২৪) প্রোগ্রামের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২১০ জন গ্র্যাজুয়েট এবং ৪৪১ জন আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশনটি আজ ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী মোট ৬৫১ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন।
নবীন শিক্ষার্থীদের বরণ করতে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবি’র উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রারসহ বিভিন্ন বর্ষের প্রবীণ শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে রেজিস্ট্রারের স্বাগত বক্তব্যের পর ৭টি অনুষদের ৭ জন নবীন শিক্ষার্থীগণ তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুভূতি জুড়ে স্বপ্নের মতো ক্যাম্পাসে নিজেদের সমৃদ্ধ করে দেশ ও বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর দৃঢ়তা ব্যক্ত হয়। পরে নবীন শিক্ষার্থীদের বরণে নিয়ম-কানুন ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষদীয় ডিন এবং হলের প্রভোস্টবৃন্দ। ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান সংক্রান্ত সচেতনতামূলক বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে উপাচার্য নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভিবাদন জানান।
বিভিন্ন খ্যাতনামা আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এ বিশ্ববিদ্যালয় দেশ সেরা উল্লেখ করে উপাচার্য বলেন, শিক্ষা জীবনের শুরুতে তোমাদের জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে সততা, পরিশ্রম এবং সময়ানুবর্তিতা শিক্ষার্থীদের জীবন পরিবর্তনের প্রধান পাথেয় হতে পারে বলে উপাচার্য বক্তৃতায় তুলে ধরেন। গাকৃবিতে আন্তর্জাতিক মানের আধুনিক প্রযুক্তি নির্ভর পড়াশুনা এবং মানসম্পন্ন শিক্ষকবৃন্দ এবং পড়াশুনার অনুক‚ল পরিবেশ সর্বত্র বিরাজমান থাকায় নিজেদের উৎকর্ষ সাধনের অফুরন্ত সুযোগ রয়েছে বলেও ভিসি জানান।
শিক্ষা ও গবেষণার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম কার্যক্রমে নিজেদের নিয়োজিত করে সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য শিক্ষার্থীদের নিকট প্রতিশ্রুতিও চান উপাচার্য। অনুষ্ঠানে সভাপতি পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এর সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ওরিয়েন্টেশনের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, একই দিন বিকেলে অর্থাৎ ৮ এপ্রিল স্ব-স্ব অনুষদীয় শিক্ষার্থীদের আলাদা করে অনুষ্ঠেয় ওরিয়েন্টেশনের মাধ্যমে বরণ করে নেয় সংশ্লিষ্ট অনুষদসমূহ।
Leave a Reply