মামুন হোসেন সরকার
পাটগ্রাম (লালমনিরহাট ) সংবাদদাতা
বেইজিংয় সফরে গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মুহম্মদ ইউনূস চাইনিজ গভমেন্টকে অনুরোধ করেছেন, আমাদের টোটাল নদী ব্যবস্থাপনা নিয়ে আগামী পঞ্চাশ থেকে ১০০ বছরের একটা মহাপরিকল্পনা দেবার জন্য। এমন একটা মহা পরিকল্পনা যেটা ইতিমধ্যে চীনে কাজ করেছে। সেটার যথেষ্ট সুফল চীনের জনগণ পেয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি)
সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
শনিবার বিকেলে (০৫ এপ্রিল) পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এবি পার্টির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক প্রয়াত এরশাদ হোসেন সাজুর স্মরণ সভায় যোগ দিতে এসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
এ সময় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
গণমাধ্যম কর্মীদের বলেন, ব্যাংককের বিমসটেকের সভায় যোগ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যে বৈঠক করেছেন তা সাংঘর্ষিক নয় । বেইজিংয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যটি ছিলো চায়নার ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ করবার জন্য উনি উদ্ভুদ্ধ করেছিলেন। সেটার অংশ হিসেবে তিনি বলেছেন আপনারা বাংলাদেশে আসলে শুধু বাংলাদেশে ব্যবসা করা নয় ভারতের সেভেন সিস্টার্স/ সাত রাজ্যেও পণ্য পাঠাতে বা ব্যবসা করতে পারবেন। এ সুবিধা বোঝানোর জন্য তিনি (প্রধান উপদেষ্টা) এ কথা বলেছেন।
এটা ভারতের সাথে তাঁর সফরের কোয়েশন করা, তাকে ছোট করা, হেয় করা অথবা ইন্টারফেয়ারেসের/হস্তক্ষেপের কোনো রাজনীতি এখানে মিন করা হয়নি।,
এর আগে তিনি হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প, বুড়িমারী স্থলবন্দর ও পাটগ্রাম পাটেশ্বরী মন্দির পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেন।
বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের হিন্দুরা এই রাষ্ট্রের আমানত। অন্য দেশে কি হচ্ছে সে দায় বা প্রতিশোধ সংখ্যালঘুদের উপর নেওয়া যাবে না।
দুপুরে উপজেলার শ্রীরামুপর ইউনিয়নে প্রয়াত এরশাদ হোসেন সাজুর কবর জিয়ারত করে তিনি বিকেল সাড়ে ৫ টায় এরশাদ হোসেন সাজু ট্রাস্টের আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের এবি পার্টির প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক প্রয়াত এরশাদ হোসেনের ছেলে ও ওই ট্রাস্টের চেয়ারম্যান এবং এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু রাইয়ান আশয়ারী রছী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, এবি পার্টির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুল বাছেত, সহসাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রংপুর মহানগর আহ্বয়ক আবদুর রউফ, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক আবু হেলাল, রংপুর মহানগরের সদস্যসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল করিম প্রধান, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল প্রমুখ।
Leave a Reply