1. admin@dainikvoreralobd.com : voreralobd :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে বলাৎকারের অভিযোগ এনে সকালে ইমামকে গণপিটুনি, রাতেই কারাগারে মৃত্যু জাল সনদে চাকরি: কাপাসিয়ায় দুই মাদ্রাসা শিক্ষকের এমপিও স্থগিত গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন গাজীপুরে রাতের অন্ধকারে মাটি কাটার দায়ে ১০ জনের কারাদণ্ড গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বুড়িমারী আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে যাত্রী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন গাজীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে বড় ভাইয়ের হুমকিতে এলাকাছাড়া ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন গাজীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী লাঞ্ছিত পূবাইলে ঘুমের ওষুধ খাইয়ে শিশুকে বলাৎকার, ইমাম গ্রেফতার

গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৮৭ বার পাঠ করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকালে ক্লাবের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতি সামছুদ্দিন জুয়েল এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল ক্লাবের সাধারণ সম্পাদক কবির হোসেন ও জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক ওলি, মোঃ মতিন মিয়া, সাংবাদিক জিলানী, আবু সাইদ মৃধা, মোজাহিদ, তানজিম মাহমুদ হিমেল কেয়া, নুরুল হক, মাহবুব আলম জুয়েল, কিবরিয়া, শামিম রেজা, রাজিব ঢাকুয়া সহ ক্লাবের সদস্য ও সাংবাদিক বৃন্দ।

উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাঁদের নিরলস পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতি স্বরূপ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও আমরা সাংবাদিকদের পাশে থাকব।”

এ সময় সাংবাদিক নেতারা ক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ক্লাবের পক্ষ থেকে গাছার ও গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, তেল, নুডস, সেমাই, দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।

সাংবাদিকদের ঈদ উদযাপন আনন্দময় করতে এই আয়োজনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন উপস্থিত সাংবাদিকরা। তারা ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ সময় ক্লাবের অন্যান্য সদস্য, সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি