শ্রীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে কলেজ পরুয়া ভাতিজার মারধরের শিকার হয়ে চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
নিহত সজীব আহমেদ নোয়াগাও গ্রামের তমিজ উদ্দিন কসাইয়ের ছোট ছেলে।তিনি শাটিয়াবাড়ি গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতেন।এই ঘটনায় ভাতিজা সৈকতকে শ্রীপুর থানা পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর নোয়াগাও এলাকায়।সৈকত স্থানীয় বাসিন্দা শহিদ এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৭শে মার্চ বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় সজীব তার বাবা তমিজ উদ্দিনের কাছে টাকার জন্য যায়। তখন তমিজ উদ্দিন তার বড় ছেলে শহিদ এর ছেলে সৈকতকে ফোন দেয়।
সৈকত দাদার ফোন পেয়ে ঘটনাস্থলে এসে চাচা সজীব আহমেদকে লাঠি দিয়ে এলোপাতারী মারধর করে। মারধরের পরে এক পর্যায়ে সজীব আহমেদকে সাটিয়াবাড়ি তার ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা অবনতি ঘটতে দেখে বাড়িওয়ালা সজীবকে তার বাবার বাড়িতে নিয়ে যেতে বলে।
পরবর্তী সময়ে ভাতিজা সৈকত চাচা সজীব কে নিজের বাসায় নিয়ে আসার পরে তিনি মারা জান।
এই বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান,ঘটানিটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply