1. admin@dainikvoreralobd.com : voreralobd :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অধ্যাপক এম.এ মান্নান এর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়। গাজীপুরে বলাৎকারের অভিযোগ এনে সকালে ইমামকে গণপিটুনি, রাতেই কারাগারে মৃত্যু জাল সনদে চাকরি: কাপাসিয়ায় দুই মাদ্রাসা শিক্ষকের এমপিও স্থগিত গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন গাজীপুরে রাতের অন্ধকারে মাটি কাটার দায়ে ১০ জনের কারাদণ্ড গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বুড়িমারী আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে যাত্রী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন গাজীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে বড় ভাইয়ের হুমকিতে এলাকাছাড়া ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন গাজীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী লাঞ্ছিত

গাজীপুর সদর উপজেলায় বিএনপির অবাধ্য নেতা মোতালেব হাজীসহ দুই পুত্রের যত অপকর্ম

  • প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৮ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টার:
একটি বহুল প্রচলিত প্রবাদ আছে ‘বাপ কা ব্যাটা’ মানে ‘যেমন বাপ তেমন পোলা’। প্রবাদটির বাস্তবিক প্রয়োগে খাপে খাপে মিলে যায় গাজীপুর সদর উপজেলা বিএনপি’র বিতর্কিত নেতা মোতালেব হাজী এবং তার দুই ছেলে আমির হোসেন রিপন ও শাহজালালের বেলায়। বিএনপির নামে প্রভাব বিস্তার,ঝুট ব্যবসা দখল, ইন্টারনেট ব্যবসা দখল, ময়লার ব্যবসা দখল ও প্রবাসীর জমি দখল থেকে শুরু করে সমস্ত ব্যবসা দখল করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের তুলনায় জুড়ি মেলা ভার এই তিন জনের।

প্রথমেই আসা যাক মোতালেব হাজী প্রসঙ্গে: গাজীপুর সদর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও মনিপুর বাজার কমিটির সভাপতি মোতালেব হাজী। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক বিতর্কিত কর্মকা-ে বিব্রতকর অবস্থায় পড়ছেন গাজীপুর সদর উপজেলা বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান দলীয় নেতা কর্মীদের জনগণের ভালোবাসা অর্জনের নির্দেশ দিয়েছেন, অথচ সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার শিল্পপ্রতিষ্ঠানের জুট ব্যবসা দখল, ইন্টারনেট ব্যবসা দখল, ময়লার ব্যবসা দখল ও আধিপত্য বিস্তারে বেপরোয়া হয়ে উঠেছেন বিএনপি’র এই নেতা মোতালেব হাজী। সম্প্রতি তার কর্মকান্ডে বিএনপি’র অন্যান্য নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, বিএনপির নামে প্রভাব বিস্তার, ঝুট ব্যবসা দখল, ইন্টারনেট ব্যবসা দখল, ময়লার ব্যবসা দখল ও প্রবাসীর জমি দখল থেকে শুরু করে সমস্ত ব্যবসা দখলে নিয়ে গত ৬মাসে বেশ অর্থ-বিত্তের মালিক হয়ে উঠেছেন তিনি।

অনুসন্ধানে জানা গেছে, ১৯৮০ সালে বিএনপি’র রাজনীতিতে যোগ দেন মোতালেব হাজী। এরপর ২০১৩ সালে আওয়ামীলীগে ভিড়েন বিএনপি’র এই নেতা। ২০১৩ সালে ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে পরপর দুইবার (ইউপি সদস্য) হিসেবে নির্বাচিত হন তিনি। সদর উপজেলা আওয়ামীলীগের প্রতি বছরে প্রতিটি মিটিং মিছিল, সভা-সেমিনার, শোক দিবসও পালন করতেন মোতালেব হাজী। সখ্যতা গড়ে তুলেছেন সদর উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের সঙ্গে।
আওয়ামীলীগের গুণকিত্তন গেয়ে দুই হাতে কামিয়েছেন কাড়ি কাড়ি টাকা। মাস খানেক আগে ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর জন্য দৌঁড়ঝাপ বিএনপি নেতার শিরোনামে, প্রবাসীর জমি দখলসহ নানা অপকর্ম নিয়ে বেশ কয়েকটি পত্রিকায় সংবাদও প্রকাশিত হয় মোতালেব হাজীর বিরুদ্ধে। তার পরও থেমে নেই তার অপকর্ম।

ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন রিপন প্রসঙ্গ: স্থানীয়দের ভাষ্য- শুধু মোতালেব হাজীই নয় তার ছেলে ভাওয়াল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন রিপনের বিরুদ্ধে অভিযোগের স্তুপ। চোখের সামনে যা পাচ্ছেন তা-ই দখলে নিচ্ছেন আমির হোসেন রিপন। আওয়ামী লীগ সরকার পতনের পর মনিপুর বাজারের কাঁচাবাজার দখল, ঝুট, ময়লার ব্যবসা ও অটোস্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করছেন নিয়মিত।

শুধু তাই নয়, আওয়ামী লীগের পতনের পর অর্থের বিনিময়ে সদর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে আমির হোসেন রিপনের বিরুদ্ধে। এসব নানা অপকর্মের বিষয়ে অভিযোগ এনে গত ১ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে গাজীপুর সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ এমারত হোসেন মুসুল্লি সাক্ষরিত সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগ কারণ দর্শানোর (শোকজ নোটিশ) দেওয়া হয়েছে। তারপরও কিছুতেই থামছে না রিপনের অপকর্ম।

ভাওয়ালগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শাহজালাল প্রসঙ্গ: বিএনপি নেতা মোতালেব হাজীর আরেক ছেলে শাহজালাল। তিনি ভাওয়ালগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাবা মোতালেব হাজী, ভাই আমির হোসেন রিপনকে নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন শাহজালাল। এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, জমি দখলসহ নানা অপরাধে সে জড়িত। তাদের অত্যাচারে সদর উপজেলার মানুষ অতিষ্ট। তারা একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। গত ৫ আগষ্টের পর মোতালেব হাজীর নেতৃত্বে তার দুই ছেলে শাহজালাল ও রিপন সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, বিগত দিনে বিএনপির কোন আন্দোলন সংগ্রামে তাকে মাঠে পাওয়া না গেলেও আওয়ামী সরকারের পতনের পর তিনি হয়ে উঠেছেন মনিপুর বিএনপির নীতি নির্ধারক। স্বৈরাশাসকের আমলে আওয়ামীলীগ নেতাদের সাথে মিশে সব সময়ই রয়েছেন অধরা। একাধিক সূত্রে জানা যায়, নিজেকে বিএনপি নেতা দাবী করলেও আওয়ামীলীগের শাসনামলে আওয়ামীলীগ নেতাদের সাথে মিলে মিশে দালালী করে হয়েছেন কোটিপতি।

বর্তমানে এই নেতা ও দুই ছেলের বেপরোয়া কর্মকান্ডের কারণে অল্প কয়েকদিনে সদর উপজেলা বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন ও জনপ্রিয়তা বেশ তলানিতে ঠেকেছে। এতে ক্ষোভে ফুসে উঠেছে বিএনপির নিবেদিত কর্মীরা। তারা বিএনপির নেতৃস্থানীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের দাবি জানান। স্থানীয় বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অবৈধ ব্যবসা, প্রবাসীর জমি দখল, বাজার দখল, চাঁদাবাজিসহ ছাত্র হত্যা মামলার আসামীদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন।

বিভিন্ন সভায় আওয়ামী লীগের লোকদের বিএনপিতে যোগ দেওয়াচ্ছেন। এভাবে চলতে থাকলে বিএনপির জন্য তা ক্ষতিকর হয়ে যাবে। তিনি একের পর এক বিতর্কিত কর্মকা-ের মাধ্যমে দলের ভাবমূর্তি নষ্ট করছেন। তিনি বিএনপির মধ্যে গ্রুপিং সৃষ্টির পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্রে সম্পৃক্ত।

মোতালেব হাজীর বিরুদ্ধে এতসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবু তাহের মুসুল্লি এ প্রতিবেদককে বলেন, মোতালেব হাজীর অপকর্মের সম্পর্কে আমি কিছুই জানিনা। তার অপকর্মের দায় বিএনপি নিবে না। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে অপকর্মের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এসব অভিযোগের বিষয়ে মোতালেব হাজী বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা মিথ্যা। এলাকায় এসে খোঁজ নিন, এগুলোর কোনো সত্যতা পাবেন না। মোতালেব হাজী আরও বলেন, আওয়ামী লীগ ও তার দোসরা আমার বিরুদ্ধে এ সব ষড়যন্ত্র করছে। আমি পরিচ্ছন্ন মানুষ এবং পরিচ্ছন্ন ভাবে রাজনীতি করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি