গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে গাজীপুর সদর উপজেলা বিএনপি’র বিতর্কিত নেতা মোতালেব হাজী এবং তার দুই ছেলে আমির হোসেন রিপন ও শাহজালালের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মনিপুর বাজারে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন মহল ও অটোরিকশা চালকরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপির নাম ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে চালকদের কাছ থেকে দৈনিক ও মাসিক ভিত্তিতে চাঁদা আদায় করছে। এতে চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহার ম-ল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুলহাস, সিনিয়র যুগ্ম সম্পাদক আলম হোসেন, যুবদল নেতা ওহাব আলী, ডাঃ জয়নাল আবেদিন, জাহিদ খান, ওলামা দলের আমিনুল ইসলাম কাজী, শ্রমিকদল নেতা আজাহার মুসুল্লীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও নেতাকর্মীরা।
বক্তারা জানান, অভিযুক্তদের মধ্যে রয়েছেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন রিপন মুসুল্লী, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজালাল মুসুল্লী, গাজীপুর সদর উপজেলা বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক আঃ মুতালেব হাজীসহ আরও কয়েকজন।
তারা বলেন, এই ব্যক্তিরা দলের নাম ভাঙিয়ে অবৈধভাবে অর্থ আদায় করছে, যা দলের আদর্শ পরিপন্থী। বিএনপির সুনাম ক্ষুন্ন হচ্ছে।
মানববন্ধনে বক্তারা দ্রুত চাঁদাবাজি বন্ধ ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষ ও অটোরিকশা চালকরাও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply