নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে জাতির বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়।
বুধবার (২৬ মার্চ) সূর্যদ্বয়ের সকালে প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনার শুরুতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন তারা।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply