নিজস্ব প্রতিবেদক:গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগামী ২৭ রমজান উপলক্ষে প্রথমবারের মতো নগরীর স্বল্প আয়ের মানুষের জন্য ৫শ টাকা কেজি দরে গরুর গোস্ত বিক্রির এক ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২৬ রমজান দিনভর মহানগরীর আট অঞ্চলের ১১টি স্পটে গরু জবাই করে ভূর্তকী মূল্যে গরুর গোস্ত বিক্রি করা হবে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, গাজীপুর মহানগরী এলাকায় অনেক স্বল্প আয়ের বসবাস করেন। বাজারে গরুর গোস্তের দাম বেশী হওয়ায় নিয়মিত গোস্ত ক্রয় করে খেতে পারেন না। সে সব স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে ও ২৭শে রমজানকে সামনে রেখে তারা যাতে গরুর গোস্ত খেতে পারে তার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, স্বল্প আয়ের একজন মানুষ ১ কেজি করে গরুর গোস্ত ক্রয় করতেদ পারবেন। প্রতি কেজি গোস্তের মূল্য হবে ৫০০ টাকা। তিনি বলেন, ইতিমধ্যে ৪শ কেজি বা তারবেশী ওজনের ১১টি সুস্থ গরু কেনা হয়েছে। নিম্নেআয়ের মানুষেরা ৫০০ কেজি করে কিনতে পারবেন। বাকী টাকা সিটি কর্পোরেশন থেকে ভূর্তকী দেয়া হবে।
Leave a Reply