1. admin@dainikvoreralobd.com : voreralobd :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অধ্যাপক এম.এ মান্নান এর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়। গাজীপুরে বলাৎকারের অভিযোগ এনে সকালে ইমামকে গণপিটুনি, রাতেই কারাগারে মৃত্যু জাল সনদে চাকরি: কাপাসিয়ায় দুই মাদ্রাসা শিক্ষকের এমপিও স্থগিত গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন গাজীপুরে রাতের অন্ধকারে মাটি কাটার দায়ে ১০ জনের কারাদণ্ড গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বুড়িমারী আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে যাত্রী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন গাজীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে বড় ভাইয়ের হুমকিতে এলাকাছাড়া ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন গাজীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী লাঞ্ছিত

মশক নিধনসহ রাস্তাঘাটের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে: জিসিসি প্রশাসক

  • প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩১ বার পাঠ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, দেশের সর্ববৃহৎ গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য গাজীপুর মহানগরীর ১৩নম্বর ওয়ার্ডের মজলিশপুর এলাকায় একশ বিঘা জমি অধিগ্রহণ করা হচ্ছে।

জমিটি জেলা প্রশাসকের মাধ্যমে অধিগ্রহণ পর্যায়ে রয়েছে। এছাড়া জাইকার মাধ্যমে জয়দেবপুর শহরে একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। যা শহরের পূর্ব ও পশ্চিম প্রান্তকে যুক্ত করবে। এতে শহরের যানজট কমে আসবে।

তিনি সোমবার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে নগরীর অতীত ও বর্তমান সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় আলোচনার মূল বিষয়বস্তু ছিল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, রেলগেট ফ্লাইওভার নির্মাণ, ফুটপাতে হকার মুক্তকরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, রাস্তার বৈদ্যুতিক লাইট স্থাপন, সরকারি নিয়োগে রাজনৈতিক প্রভাব, সাংবাদিকদের তথ্যপ্রাপ্তির সমস্যা, কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও জবাবদিহিতা করা।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবের প্রেক্ষিতে তিনি বলেন, সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সরকারি কর্মকর্তাদের দিয়ে মেয়র ও কাউন্সিলরের দায়িত্ব পালন করতে হচ্ছে। তাই সিটি কর্পোরেশনের কাজে সাংবাদিকদের সহযোগিতা খুবই প্রয়োজন। তিনি বলেন, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট তৈরী, বৈদ্যুতিক লাইট স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি টঙ্গীতে একটি খেলার মাঠ তৈরী ও একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের ঘোষণা দিয়ে বলেন, ঈদের পর খেলার মাঠটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আর প্রাথমিক বিদ্যালয়টি এ বছরই চালু করার চেষ্টা করা হবে। তিনি ধৈর্য্য সহকারে সাংবাদিকদের কাছ থেকে নগরীর বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় টঙ্গী আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা একেএম জহিরুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীব বসাক, নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন, রাকিবুল হাসান রাসেল উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল সরকার, দেশ রূপান্তরের গাজীপুর প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, আজকের প্রভাতের মনিরুজ্জামান,কালের কন্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম,আজকের পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান সাদ, নয়া দিগন্তের মহানগর প্রতিনিধি আজিজুল হক, নাসির উদ্দিন বুলবুল, এখন টিভির গাজীপুর প্রতিনিধি ইফতেখার রায়হান, খবর বাংলাদেশের গাজীপুর প্রতিনিধি রেজাউল করিম মোল্লা। এ ছাড়াও গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি