গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রবিবার (১৬ মার্চ) রাত আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মো. রিপন ওরফে শুভ (২৪) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. রিপন ওরফে শুভ (২৪) কিশোরগঞ্জ সদর থানার মজমদার পাড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কায়সার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকসহ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ভোগড়া বাইপাস এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply