নিজস্ব প্রতিনিধি
শনিবার (১৫ মার্চ) বিকাল সাড়ে পাঁচ ঘটিকার সময় গাজীপুর মহানগর গাছা থানাধীন গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগ বোর্ডবাজার মোল্লা কনভেনশন হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ শামসুদ্দিন জুয়েল এর সভাপতিত্বে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দি ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রধান সম্পাদক মোঃ আবু জাফর সূর্য। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির রাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি।
প্রধান আলোচকের বক্তব্যে মোঃ আবু জাফর সূর্য বলেন সময় সল্পতার জন্য বক্তব্য বেশি দিবো না তিনি গাছা সাংবাদিক ক্লাবের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ প্রকাশ করে বলেন নিজের চেহারায় কালি রেখে কেউ আয়না পরিস্কার করবেন না,
মোঃ ফারুক হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক গাছা মেট্রো থানা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের আলোর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল। মোঃ হারুন অর রশিদ খান, সদস্য জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি।
এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুরের কর্তব্যরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ গাজীপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও শুভেচ্চান্তে ছিলেন গাছা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফায়জুল ইসলাম আরিফ ও সহ-সভাপতি শাহাদাৎ হোসেন ইমরান।
সাংগঠনিক সম্পাদক তানজিল মাহমুদ হিমেল, মাহাবুব আলম জুয়েল কোষাধ্যক্ষ, সহসাধারণ সম্পাদক মোঃ শাকিল হোসেন সহ গাছা সাংবাদিক ক্লাবের সকল সদস্যবৃন্দ প্রমুখ।
Leave a Reply