ফজলুল কাদের।
নোয়াখালী জেলা প্রতিনিধি।
চলতি বছরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে নোয়াখালীর ৯টি উপজেলা ও ২টি পৌরসভায় ৬লাখ ১৮হাজার ৯৮৯শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি ৬৩হাজার ৬৩৯ শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯মাস বয়সি ৫লাখ ৫৫হাজার ৩৫০শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান, সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, আগামি ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি সফল করার জন্য জেলার ৯১টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ২হাজার ২৮৭টি কেন্দ্রে প্রস্তুত করা হয়েছে। যেখানে কাজ করবেন ৮৮৮জন মাঠকর্মী ও ৪৫৭৪জন সেচ্ছাসেবক। এছাড়াও কেন্দ্রগুলোতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থাকবেন।
Leave a Reply