প্রিয়া চৌধুরী
বুধবার (১২মার্চ২৫ইং) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুগদা থানা এলাকায় গার্মেন্টস মালিক সমিতির উদ্যোগে ভুতের আড্ডা চাইনিজ রেস্টুরেন্টে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমান। সভাপতিত্ব করেন মোঃ সালেহ আহমেদ সজীব, এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোঃ আনোয়ার হোসেন সবুজ। এছাড়া, অনুষ্ঠানে মিনি গার্মেন্টসের মালিকগণ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ আল-আমিন, প্রতিষ্ঠান: জসলন লিমিটেড।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ সাজেদুর রহমান বলেন, বর্তমানে এক শ্রেণির অপরাধীরা ঢাকা ও গ্রামে পালিয়ে গিয়ে নিজেদের লুকিয়ে রাখছে। অনেকেই শ্রমিক সেজে বিভিন্ন কলকারখানায় আত্মগোপন করছে এবং ভবিষ্যতে অপরাধ করার পরিকল্পনা করছে। তিনি গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আপনাদের সকল শ্রমিকের ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় তথ্য থানায় জমা দেবেন এবং নিজের কাছেও সংরক্ষণ করবেন, যাতে কোনো অপরাধী এই এলাকায় আশ্রয় না নিতে পারে।”
তিনি আরও বলেন, আসন্ন ঈদ উপলক্ষে শ্রমিকদের বেতন-ভাতা ও মৌলিক চাহিদা নিশ্চিত করার দায়িত্ব মালিকদের নিতে হবে। এছাড়াও, মুগদা থানা এলাকার প্রতিটি গার্মেন্টস ও প্রতিষ্ঠানকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে। তিনি মালিকদের আশ্বস্ত করে বলেন, “আপনারা যদি কোনো অপরাধমূলক তথ্য পান, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের জানান। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেব।”
অনুষ্ঠানে উপস্থিত গার্মেন্টস মালিকরা ওসি সাজেদুর রহমানের আহ্বানে সাড়া দেন এবং শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
Leave a Reply