নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আব্দুস সালাম মন্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে সরকারি সোলার প্যানেল ও ব্যাটারি চুরির অভিযোগ উঠেছে। গত ১৯ মধ্যরাতে এই চুরির ঘটনাটি ঘটে। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে চুরির বিষয়টি এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট হয়। মুহূর্তেই চুরির ভিডিওটি ভাইরাল হয়।
ভাইরাল ভিডিওর সূত্র ধরে তদন্তে গেলে অনেকেই এ বিষয়ে মুখ খুলতে ভয় পায়। এলাকাবাসী বলেন তার বিরুদ্ধে কেউ কথা বললে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গাছা থানার পুলিশ বাহিনী দিয়ে হয়রানিসহ নানা ধরনের নির্যাতন করে। তার হাত থেকে দিনমজুর কসাই ও চা বিক্রেতাও রক্ষা পায়নি। এই মিথ্যা মামলা দিয়ে হয়রানির পিছনে আব্দুস সালাম মন্ডলের হাত রয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজি এবং মামলা বাণিজ্যসহ বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
ভিডিওতে একাধিক লোকের চুরির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় চোর চক্রের প্রধান ও মূল হোতা আওয়ামীলীগের দোসর নব্য বিএনপি নেতা আব্দুস সালাম মন্ডল। সাংগঠনিক সম্পাদক, গাছা থানা বিএনপি, গাজীপুর। ভিডিও ফুটেজে তার ব্যক্তিগত
সহকারি মোহাম্মদ ফয়সাল ও তার আপন ছোট ভাই মোহাম্মদ ওসমানকে দেখা যায়। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নেতা-নেত্রীদের সিদ্ধান্ত ও জনাব তারেক রহমানের নির্দেশনা অমান্যকারী এই হাইব্রিড নেতা বিএনপির সুনাম ক্ষুন্ন করছে বলে এলাকাবাসীর ধারণা।
উক্ত ঘটনায় সরাসরি জড়িত থাকায় আব্দুস সালাম মন্ডলের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। গাজীপুর মালেকের বাড়ি বাজার রোড হইতে পূর্বদিকে বাইপাস সড়ক সংলগ্ন পর্যন্ত মোট ২৬ টি সোলার প্যানেল বসানো ছিল। সরে জমিনে গিয়ে দেখা যায় পাইলট প্রজেক্ট এর ২৬ টি খুটির কোনটিতেই সোলার প্যানেল সিস্টেম সহ একটিতেও কোন ব্যাটারি নাই। উক্ত ঘটনার রাতে ছয়টি ব্যাটারি চুরির তথ্য পাওয়া গেছে। গাজীপুর সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি দায়সারা উত্তর দেন।
এই ধরনের ঘটনা জানার পরেও গাজীপুর সিটি কর্পোরেশনের উদাসীন ভূমিকা পরবর্তীতে এরকম ঘটনা ঘটার উৎসাহ প্রদান করে বলে সাধারণ জনগণ মনে করছে। গাজীপুর সিটি কর্পোরেশনের নিকট এলাকাবাসীর দাবি উক্ত ঘটনা তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করলে ভবিষ্যতে এলাকায় এধরনের ঘৃণিত কাজ আর সংঘটিত হবে না। একই সাথে আইনের আওতায় এনে দৃষ্টাত্তমূলক শাস্তির ব্যবস্থা করতে জোর দাবী জানিয়েছেন।
Leave a Reply